আজ Redmi আনছে নতুন Smart TV, থাকবে 32 ও 43 ইঞ্চি ডিসপ্লে

Xiaomi-র সাব-ব্র্যান্ড Redmi চলতি বছরের প্রথমার্ধে ভারতে প্রথম স্মার্ট টিভি (Smart TV) লঞ্চ করেছিল। আজ সংস্থাটি তাদের টেলিভিশন পোর্টফোলিওতে আরো দুটি নতুন স্মার্ট টিভি সংযুক্ত…

Xiaomi-র সাব-ব্র্যান্ড Redmi চলতি বছরের প্রথমার্ধে ভারতে প্রথম স্মার্ট টিভি (Smart TV) লঞ্চ করেছিল। আজ সংস্থাটি তাদের টেলিভিশন পোর্টফোলিওতে আরো দুটি নতুন স্মার্ট টিভি সংযুক্ত করতে চলেছে। আজ অর্থাৎ ২২শে সেপ্টেম্বর দুপুর ১২টা নাগাদ এই দুই স্মার্ট টিভি দ্বয়কে একটি ভার্চুয়াল লঞ্চ ইভেন্টের মাধ্যমে ভারতে আনা হবে। Redmi ইতিমধ্যেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ইভেন্টের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট তৈরি করেছে, যেখানে স্মার্ট টিভি দুটির কিছু কী-ফিচারের উল্লেখ পাওয়া গেছে। সংস্থা দ্বারা পোস্ট করা টিজার ও মাইক্রোসাইট অনুযায়ী, আসন্ন রেডমি স্মার্ট টিভি ৩২ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চির ডিসপ্লে সাইজে আসবে। জানিয়ে রাখি, এই আপকামিং স্মার্ট টিভিগুলি বিনামূল্যে জিতে নেওয়ার জন্য একটি অভিনব চ্যালেঞ্জের ঘোষণাও করেছে শাওমি।

Redmi Smart TV ফিচার (সম্ভাব্য)

শাওমি ইন্ডিয়া ইতিমধ্যেই নিশ্চিত করেছে, আসন্ন রেডমি স্মার্ট টিভি দুটি ৩২ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চির স্ক্রিন সাইজে আসবে। এই ডিসপ্লের চারিধারে সরু বেজেল দেখা যাবে। আবার রেডমির ৩২ ইঞ্চির মডেলটি এইচডি রেজোলিউশন এবং ৪৩ ইঞ্চির মডেল ফুল এইচডি রেজোলিউশন অফার করতে পারে। এগুলিতে বিশেষ ও উৎকর্ষমানের পিকচার ইঞ্জিন ব্যবহার করা হবে, যা আরো ক্রিস্প, স্মুথ ও ব্রাইট ছবি বা ভিডিও অফার করবে।

এই দুটি Redmi Smart TV অ্যান্ড্রয়েড ১১ বেসড সংস্থার নিজস্ব প্যাচওয়াল ৪ (PatchWall 4) কাস্টম স্কিনে রান করবে। অডিও ফ্রন্টের ক্ষেত্রে, এই দুটি রেডমি স্মার্ট টিভিতেই, ২০ ওয়াট অডিও স্পিকার, ডবলি অ্যাটমস এবং ডিটিএস ভার্চুয়াল : এক্স টেকনোলজির সাপোর্ট পাওয়া যাবে, যা দুর্ধর্ষ সারাউন্ড সাউন্ড অভিজ্ঞতা প্রদান করবে। এছাড়া এই টিভি দুটিতে, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০ এবং অটো লো-লেটেন্সি মোড সহ আরো নানাবিধ ফিচারের সাপোর্ট পাওয়া যাবে।

প্রসঙ্গত, আপকামিং স্মার্ট টিভি দুটি বিনামূল্যে জিতে নেওয়ার সুযোগ দিচ্ছে সংস্থা। চীন ভিত্তিক সংস্থাটি জানিয়েছে, মাইক্রোসাইটে একটি কোড দেওয়া হয়েছে, যা ডিকোড করলেই ক্রেতারা একটি নতুন রেডমি স্মার্ট টিভি নিখরচায় বাড়ি নিয়ে যেতে পারবেন।

Redmi smart TV দাম (সম্ভাব্য)

আমাদের অনুমান, আপকামিং দুটি স্মার্ট টিভি হয়তো রেডমি এক্স-সিরিজের (X-series) অধীনে লঞ্চ করা হবে। চলতি বছরের প্রথম কোয়ার্টারে লঞ্চ হওয়া এই সিরিজের অধীনে তিনটি মডেল নিয়ে আসা হয়েছিল, যথা – ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি। যার মধ্যে বেস মডেলটির দাম লঞ্চের সময় ছিল ৩২,৯৯৯ টাকা। তবে, কম্পোনেন্টের অভাবে ৫০ ইঞ্চি ভ্যারিয়েন্টের দাম বাড়িয়ে বর্তমানে ৩৮,৯৯৯ টাকা করে দেওয়া হয়েছে।

সেক্ষেত্রে, ভারতে আসন্ন এন্ট্রি-লেভেল রেডমি স্মার্ট টিভি দুটির দাম হয়তো ৩০,০০০ টাকার মধ্যে থাকবে। ৩২ ইঞ্চি মডেলের দাম ১৫,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে এবং ৪৩ ইঞ্চি মডেলের দাম হয়তো ২৫,০০০ টাকার আশেপাশে রাখা হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন