১২ হাজার টাকার কমে ৩২ ইঞ্চি Redmi স্মার্ট টিভি, সীমিত সময়ের অফার হাতছাড়া করবেন না

দুদিন পরেই আলোর উৎসব দীপাবলি! তাই এই মুহূর্তে নানাভাবে নিজের ঘর-বাড়ি সাজানোর কাজে ব্যস্ত দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। এদিকে বিভিন্ন ই-কমার্স বা অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিও…

দুদিন পরেই আলোর উৎসব দীপাবলি! তাই এই মুহূর্তে নানাভাবে নিজের ঘর-বাড়ি সাজানোর কাজে ব্যস্ত দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। এদিকে বিভিন্ন ই-কমার্স বা অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিও সাধারণ মানুষের এই খুশিকে দ্বিগুণ করে নিজেদের পসার বাড়াতে তৎপর হয়ে উঠেছে; ফলস্বরূপ বিগত কয়েকদিন ধরে আমরা বিভিন্ন আকর্ষণীয় অফারের (বিশেষ করে ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে) ফায়দা উপভোগ করতে পারছি। সেক্ষেত্রে এই মুহূর্তে যদি কেউ নতুন টিভি কিনতে চান, তাহলে Xiaomi এবং Amazon India-র ওয়েবসাইটে ঢুঁ মারতে পারেন। কারণ এই দুই সাইটে Redmi স্মার্ট টিভি কিনতে এখন ব্যয় করতে হবে ১২,০০০ টাকারও কম। হ্যাঁ ঠিকই পড়েছেন! একটি বাজেট হ্যান্ডসেটের দামে মিলবে স্মার্ট টিভি। কীভাবে? আসুন বিশদে দেখে নিই…

Redmi-র কোন স্মার্ট টিভিতে ছাড় পাওয়া যাবে?

কয়েকমাস আগে ভারতে ৩২ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চি ডিসপ্লে সাইজে দুটি নতুন রেডমি স্মার্ট টিভি লঞ্চ করে শাওমি; আর এগুলির দাম ধার্য করা হয় যথাক্রমে ১৫,৯৯৯ টাকা এবং ২৫,৯৯৯ টাকা। সেক্ষেত্রে আগ্রহীরা এখন সংস্থার অনলাইন স্টোর (mi.com) থেকে এগুলি আকর্ষণীয় অফারে কিনতে পারবেন। অন্যদিকে অ্যামাজনের মাধ্যমে টিভিগুলি খরিদ করলেও মিলবে বিশেষ ডিসকাউন্ট, ক্যাশব্যাক ও অন্যান্য অফার।

বলে রাখি, ৩২ ইঞ্চি টিভিটির দামের ওপর মোট ৪,০০০ টাকা ছাড় পাওয়া যাবে, যার মধ্যে ক্রেতারা mi.com বা অ্যামাজনের মাধ্যমে কেনাকাটা করার সময় প্রিপেইড পেমেন্ট করলে ১,৫০০ টাকার অফ এবং নির্বাচিত ব্যাংক কার্ড ব্যবহার করলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এছাড়া প্রাথমিক অফার হিসেবে ১,৫০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। একইভাবে ৪৩ ইঞ্চি মডেলে সর্বমোট ৫,৫০০ টাকা সাশ্রয় করা যাবে। এই টিভিটিতে মিলবে ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, প্রিপেইড পেমেন্টের দরুন ১,৫০০ টাকা ছাড় এবং ব্যাংক কার্ডের মাধ্যমে ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টের সুবিধা। এছাড়াও ক্রেতারা নো-কস্ট ইএমআই এবং অন্যান্য ফিনান্স স্কিমের সুবিধা নিতে পারবেন।

Redmi স্মার্ট টিভির ফিচার

অফারে বিক্রি হওয়া উল্লিখিত দুটি এন্ট্রি-লেভেল রেডমি স্মার্ট টিভিতেই এইচডি রেডি ডিসপ্লে, ডলবি অডিও ডিটিএস-এইচডি, ডিটিএস ভার্চুয়াল:এক্স এবং ২০ ওয়াট স্টেরিও স্পিকার রয়েছে। সাথে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১১ ওএস এবং প্যাচওয়াল ৪ সাপোর্ট। আবার কানেক্টিভিটি অপশন হিসেবে এগুলিতে আছে দুটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট, ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং ব্লুটুথ ৫.০।