ব্র্যান্ডের নামের স্টাইল পরিবর্তন করল REDMI, ফের স্মার্টফোন বাজার দখলের ডাক

রেডমির নামের স্টাইল পরিবর্তন করল শাওমি। এই চিনা সংস্থার নাম Redmi থেকে বদলে বড় অক্ষরে REDMI করা হয়েছে। আজ থেকেই নতুন পরিচয়ের সূচনা করা হবে বলে জানিয়েছে সংস্থা।

Suvrodeep Chakraborty 16 Nov 2024 7:42 PM IST

শাওমির সবচেয়ে জনপ্রিয় সাব-ব্র্যান্ডগুলির মধ্যে একটি Redmi। এদিন সংস্থা ব্র্যান্ডের নামের স্টাইল পরিবর্তন করার ঘোষণা করল। এবার থেকে রেডমি নামটি বড় অক্ষরে লেখা থাকবে (REDMI) বলে জানা গিয়েছে। ১৫ নভেম্বর, ২০২৪ থেকে এই নাম অফিশিয়াল হবে। নামের স্টাইল পরিবর্তন কোম্পানির একটি নতুন সূচনা বলা যেতে পারে।

রেডমির সংক্ষিপ্ত ইতিহাস

রেডমির আগের নাম ছিল হংমি। যাকে মূলত রেড রাইস বলা হত। ২০১৯ সালে শাওমি আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের জন্য হংমি-এর নাম পরিবর্তন করে রেডমি করার সিদ্ধান্ত নেয়। যার পিছনে উদ্দেশ্যে ছিল বিশ্বব্যাপী স্বীকৃতি এবং এই ব্র্যান্ডের স্বাধীন পরিচয় গড়ে তোলা। Xiaomi Redmi Note 7 ফোন লঞ্চ হওয়ার পর শাওমি, রেডমিকে স্বতন্ত্র্য ব্র্যান্ড হিসেবে ঘোষণা করে।

জানা গিয়েছে, এই Redmi থেকে REDMI, শুধুমাত্র অক্ষরের বিষয় নয়; এটি একটি ব্র্যান্ডিং সিদ্ধান্ত। যার সাবসিডিয়ারি ব্র্যান্ড পরিচয় - সাহসী, স্বাধীন এবং শক্তিশালী। কোম্পানির দাবি, এই সিদ্ধান্ত সম্পূর্ণ নতুন অধ্যায় উপস্থাপন করে। পাশাপাশি প্রতিযোগিতামূলক স্মার্টফোন বাজারে জমি শক্ত করার উচ্চাকাঙ্ক্ষাকেও প্রকাশ করে। চিনের সোশ্যাল মিডিয়া অ্যাপ ওয়েইবো অ্যাকাউন্টে ইতিমধ্যে প্রদর্শিত হওয়া শুরু করেছে রেডমির নতুন নাম।

মনে করা হচ্ছে, নতুন নাম শাওমির এই ব্র্যান্ডকে সময়ের সঙ্গে তরতাজা রাখবে। ইতিমধ্যে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনগুলিকে ছাড়িয়ে ট্যাবলেট, টিভি, ল্যাপটপ এবং অন্যান্য ভোক্তা ইলেকট্রনিক্সে পরিণত হয়েছে এই সাব-ব্র্যান্ড। রেডমির নতুন পরিচয়কে ঘিরে বিস্তৃত পণ্যের ইকোসিস্টেম আরও দৃঢ় করতে চাইছে শাওমি।

এই রিব্র্যান্ডিং বড় পরিবর্তন বা নতুন কৌশলগুলির ইঙ্গিতও দিতে পারে। নতুন পণ্যের ঘোষণা, উদ্ভাবনী বৈশিষ্ট্য বা REDMI-কে বিশ্বব্যাপী স্বীকৃত করার জন্য নতুন পদক্ষেপ হতে পারে।

Show Full Article
Next Story