RedmiBook 15 হবে ভারতে রেডমির প্রথম ল্যাপটপ, ৩ আগস্ট লঞ্চের আগেই দাম ফাঁস

নিজের দেশীয় বাজারের পর, এবার ভারতেও যে Xiaomi তার Redmi ব্র্যান্ডনেমের অধীনে নতুন ল্যাপটপ আনতে চলেছে – সে কথা দিন তিনেক আগেই নিশ্চিত হয়েছে। চীনা…

নিজের দেশীয় বাজারের পর, এবার ভারতেও যে Xiaomi তার Redmi ব্র্যান্ডনেমের অধীনে নতুন ল্যাপটপ আনতে চলেছে – সে কথা দিন তিনেক আগেই নিশ্চিত হয়েছে। চীনা টেক জায়ান্টটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ঘোষণা করেছে যে, তারা আগামী ৩ আগস্ট এদেশের মার্কেটে RedmiBook 15 (রেডমিবুক ১৫) নামক প্রথম রেডমি ল্যাপটপ লঞ্চ করবে। অর্থাৎ হাতে গোনা কয়েক দিনের মধ্যেই ল্যাপটপটি ভারতে পা রাখবে। তবে তার আগেই RedmiBook 15 ল্যাপটপের স্পেসিফিকেশন ও দাম ফাঁস হয়ে গেল। রিপোর্টের ভিত্তিতে বলা যায়, এটি ভারতে এসার সুইফট ৩, আসুস ভিভোবুক এবং শাওমির নিজস্ব এমআই নোটবুক ১৪ হরাইজন সংস্করণের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। ঠিক কী তথ্য সামনে এসেছে নতুন রেডমিবুক ১৫ ল্যাপটপ সম্পর্কে? আসুন জেনে নিই।

RedmiBook 15 ল্যাপটপের দাম, প্রাপ্যতা

ফিচারে ঠাসা রেডমিবুক ১৫ ল্যাপটপের দাম বা উপলভ্যতা সম্পর্কে শাওমি এখনো কিছুই বলেনি। অন্যদিকে তারা সিরিজের একটি মডেল লঞ্চ করবে নাকি একাধিক ভার্সন আসবে তাও জানা যায়নি। তবে 91 Mobiles দাবি করেছে, রেডমিবুক ১৫ ল্যাপটপটিই কেবল লঞ্চ হবে এবং এর দাম রাখা হবে ৫০,০০০ টাকার কাছাকাছি। আবার, কোম্পানির টিজার পোস্ট থেকে স্পষ্ট যে, ডিভাইসটি চারকোল গ্রে কালারে আসবে।

RedmiBook 15 ল্যাপটপের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, আসন্ন রেডমিবুক ১৫ ল্যাপটপে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, উইন্ডোজ ১০ ওএস, ৮ জিবি র‌্যাম, ১১তম জেনারেল ইন্টেল কোর আই৩ (i3) এবং কোর আই৫ (i5) প্রসেসর থাকবে। তাছাড়া এটি ২৫৬ জিবি এবং ৫১২ জিবি পিসিআই এসএসডি স্টোরেজ সহ পাওয়া যাবে।

কানেক্টিভিটি অপশনের কথা বললে, রেডমিবুক ১৫ ল্যাপটপে ইউএসবি ৩.১ টাইপ সি, ইউএসবি টাইপ এ, ইউএসবি ২.০, এইচডিএমআই পোর্ট, একটি অডিও জ্যাক, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.০ প্রযুক্তি থাকবে। তদ্ব্যতীত, ল্যাপটপটি ৬৫ ওয়াট চার্জারের সাথে আসতে পারে। এর ব্যাটারির ক্ষমতা সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি।

ভারতে আসবে আরো একটি RedmiBook ল্যাপটপ?

রেডমিবুক ১৫-এর পাশাপাশি, শাওমি শীঘ্রই রেডমিবুক ১৪ নামে আরেকটি ল্যাপটপ ভারতীয় বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই এই ল্যাপটপটি চীনে লঞ্চ হয়েছে। যদিও ভারতে ল্যাপটপটির কবে আগমন ঘটছে তার নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানা যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন