RedmiBook Pro, RedmiBook e-Learning Edition আজ ৩,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টের সাথে কেনার দারুন সুযোগ

RedmiBook Pro এবং RedmiBook e-Learning Edition আজ প্রথমবার ভারতে সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। দুপুর ১২টায় Flipkart,...
SUMAN 6 Aug 2021 11:26 AM IST

RedmiBook Pro এবং RedmiBook e-Learning Edition আজ প্রথমবার ভারতে সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। দুপুর ১২টায় Flipkart, Mi.com ও Mi Homes Stores থেকে ল্যাপটপ দুটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ৩,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। তাই আপনি যদি নতুন কোনো মিড রেঞ্জ ল্যাপটপ খুঁজে থাকেন তাহলে RedmiBook Pro এবং RedmiBook e-Learning Edition আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। গত সপ্তাহেই ল্যাপটপ দুটি ভারতে লঞ্চ হয়েছিল।

RedmiBook Pro এবং RedmiBook e-Learning Edition এর দাম ও সেল অফার

রেডমিবুক প্রো ভারতে ৪৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। অন্যদিকে, রেডমিবুক ই-লার্নিং এডিশন ল্যাপটপের ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে, ৪১,৯৯৯ টাকা এবং ৪৪,৯৯৯ টাকা। ল্যাপটপ দুটি চারকোল গ্রে কালারের সাথে এসেছে।

সেল উপলক্ষ্যে ফ্লিপকার্ট থেকে রেডমিবুক প্রো ও রেডমিবুক ই-লার্নিং এডিশন কিনলে Axis ও ICICI ব্যাংকের কার্ডধারীরা ১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। আবার Mi.com থেকে HDFC ব্যাঙ্কের কার্ড হোল্ডারদের এই দুই ল্যাপটপের ওপর যথাক্রমে ৩,৫০০ টাকা ও ২,৫০০ টাকা ছাড় দেওয়া হবে।

RedmiBook Pro এবং RedmiBook e-Learning Edition এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমিবুক প্রো ও রেডমিবুক ই-লার্নিং এডিশন ল্যাপটপ দুটি ১৫.৬ ইঞ্চির FHD ডিসপ্লে এবং আন্টি-গ্লেয়ার ফিনিশিং ডিজাইন সহ এসেছে। বেস মডেলে ব্যবহার করা হয়েছে ইন্টেল আইরিশ এক্সই গ্রাফিক্স এবং সর্বোচ্চ ৪.৪ গিগাহার্টজ ক্লক রেটের সাথে ১১তম প্রজন্মের ইন্টেল কোর i5-11300H টাইগার লেক প্রসেসর। ল্যাপটপটি ৮ জিবি DDR4 (৩২০০ মেগাহার্টজ) র‍্যাম এবং ৫১২ জিবি NVMe এসএসডি সহ পাওয়া যাবে।

আবার রেডমিবুক ই-লার্নিং এডিশন এসেছে ১১তম প্রজন্মের ইন্টেল কোর i3-1115G4 টাইগার লেক প্রসেসর সহ। এতে ৮ জিবি DDR4 (৩২০০ মেগাহার্টজ) র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত এসএসডি পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের কথা বললে, RedmiBook Pro এবং RedmiBook e-Learning Edition ১০ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে বলে কোম্পানি দাবি করেছে। এগুলিতে DTS অডিও সাপোর্ট রয়েছে।

কানেক্টিভিটির জন্য RedmiBook Pro এবং RedmiBook e-Learning Edition ল্যাপটপে ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, ৩.৫ মিমি অডিও জ্যাক, এসডি কার্ড স্লট, একটি ইউএসবি ২.০ পোর্ট, দুটি ইউএসবি ৩.২ পোর্ট ল্যান (LAN), এইচডিএমআই পোর্ট এবং চার্জিং পোর্ট সামিল থাকছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story
Share it