শুধু AC নয়, ফ্রিজেও আগুন ধরতে পারে, কীভাবে সুরক্ষিত থাকবেন জেনে নিন
এই জুন মাসেও ভারতের কিছু কিছু অঞ্চলের তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। যার ফলে স্বাভাবিকভাবেই AC-র ব্যবহারও অনেকটাই...এই জুন মাসেও ভারতের কিছু কিছু অঞ্চলের তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। যার ফলে স্বাভাবিকভাবেই AC-র ব্যবহারও অনেকটাই বেড়েছে। যারপর নয়ডা এবং গাজিয়াবাদের মতন ভারতের বেশ কিছু এলাকা থেকে Air Conditioner বিস্ফোরণ ঘটার ঘটনা সামনে এসেছে। যার ফলে জনসাধারণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে, শুধু AC নয়, এই চরম গরমে অগ্নিকাণ্ড ঘটাতে পারে রেফ্রিজারেটরেও। তাই, দুর্ঘটনা প্রতিরোধ করতে ফ্রিজ ব্যবহারের সময়েও বেশ কিছু নিরাপত্তা গ্রহণ করা ভীষণই গুরুত্বপূর্ণ। আসুন ফ্রিজ ব্যবহারের সময়ে কি কি নিরাপত্তা গ্রহণ করা উচিত, সেই কৌশল সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
- অতিরিক্ত উত্তাপ (Overheating)
যেকোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসে আগুন লাগার প্রধান কারণ হলো অত্যাধিক গরম। আর রেফ্রিজারেটর থেকেও যে তাপমাত্রা বের হয় তা থেকেও আগুন লাগার সম্ভাবনা থেকেই যায়। তাই, এই ধরনের পরিস্থিতিতে আপনাকে এমন জায়গায় রেফ্রিজারেটর রাখতে হবে যেখানে সহজে বাতাস সঞ্চালিত হতে পারে এবং মেশিনটি সহজে ঠান্ডা হতে পারে।
- ভোল্টেজ ওঠানামা (Voltage Fluctuation)
গরমকালে বিদ্যুতের চাহিদা স্বাভাবিক ভাবেই অনেক বেশি থাকে। তাই এমন পরিস্থিতিতে হাই ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করা ভীষণই জরুরি। কারণ, এটি ভোল্টেজ ওঠানামা করলে মেশিনটিকে ঠিক রাখতে সাহায্য করে।
- নিয়মিত রক্ষণাবেক্ষণ (Regular Maintenance)
যেকোনো ডিভাইসকেই নিয়মিত রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। আর ফ্রিজে থাকে কম্প্রেসার, যা ফুটো বা অতিরিক্ত গরম হয়ে গেলে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে ফ্রিজের কম্প্রেসার বা ফিল্টারের মতো অংশগুলি ভালোভাবে কাজ করে এবং বিস্ফোরণ থেকেও রক্ষা করে।
- ডিফ্রস্ট (Defrost)
প্রতিটি ফ্রিজেই ডিফ্রস্ট করার জন্য একটি বাটন থাকে, যেটি ফ্রিজে তৈরি হওয়া বরফ পরিষ্কার করতে ব্যবহার করা হয়। আর রেফ্রিজারেটরের আয়ু বাড়াতে এবং অগ্নিকাণ্ড রুখতে নিয়মিত ডিফ্রস্ট করা দরকার।
- বায়ু চলাচলের ব্যবস্থা (Ventilation)
আপনার বাড়িতে এমন জায়গায় ফ্রিজ রাখুন যেখানে সঠিকভাবে বাতাস চলাচল করে। আর আপনি যদি এটি করতে ব্যর্থ হন তাহলে ফ্রিজের বাইরের দিকটা ঠান্ডা করার জন্য ফ্যান চালিয়ে রাখুন। কারণ, রেফ্রিজারেটরের কম্প্রেসারে দাহ্য গ্যাস থাকে, তাই সঠিক বায়ু চলাচল না হলে এতে আগুন লাগতে পারে।