Jio Smart Home বদলে দেবে আপনার লাইফস্টাইল, জেনে নিন কীভাবে আপনার কাজে আসবে

Jio Smart Home Devices and Smart Home App Services: Relaince আজ তাদের বার্ষিক ইভেন্টে Jio Fiber এবং Jio Air Fiber ভিত্তিক একগুচ্ছ স্মার্ট হোম ডিভাইস…

Jio Smart Home Devices and Smart Home App Services: Relaince আজ তাদের বার্ষিক ইভেন্টে Jio Fiber এবং Jio Air Fiber ভিত্তিক একগুচ্ছ স্মার্ট হোম ডিভাইস ও অ্যাপ লঞ্চ করেছে। এই জিও স্মার্ট হোম ডিভাইস ও অ্যাপের মাধ্যমে আপনি আপনার স্মার্টফোন থেকে জিওহোম নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও সংস্থাটি আজ নতুন জিও সেট-টপ বক্সও লঞ্চ করেছে, যা টিভি চ্যানেল থেকে শুরু করে কন্টেন্ট স্ট্রিমিং-এর মত একাধিক পরিষেবা অফার করবে। মুকেশ আম্বানি জানিয়েছেন, Jio Smart Home ডিভাইস ও অ্যাপ আপনার বাড়ির অভ্যন্তরে জীবনকে আরো সহজ-সরল, সমৃদ্ধ এবং সুরক্ষিত করতে আরো একগুচ্ছ পরিষেবাও অফার করছে।

জিও হোম অ্যাপের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে?

  • জিও হোম অ্যাপের মাধ্যমে আপনি অন্যান্যদের ওয়াইফাই সরবরাহ করতে পারবেন। আবার প্রয়োজনে তাদের ব্লক করতেও পারবেন।
  • এই অ্যাপের মাধ্যমে আপনি স্মার্টফোনকে গেম কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে পারবেন।
  • জিও হোম-এর ফটো ফিচারের মাধ্যমে আপনি আপনার পুরানো ছবি যেকোনো জায়গায় দেখতে পারবেন।
  • এর মাধ্যমে আপনি বাড়ির ভিতরে ইন্সটল করা সিসিটিভি ক্যামেরাগুলি নিজের সুবিধে মত অ্যাক্সেস করতে পারবেন।

কোন কোন প্রোডাক্টগুলি জিও হোম পরিষেবায় অন্তর্ভুক্ত করা হয়েছে?

  • জিও হোম রাউটার

জিওর এই ডিভাইসটি বাড়িতে থাকলে আপনি আনলিমিটেড ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। জিও ফাইবার রাউটারটি ১.০৯ জিবিপিএস স্পিডে ইন্টারনেট পরিষেবা সরবরাহ করে থাকে।

  • জিও সেট-টপ বক্স

রিলায়েন্স আজ জিও সেট-টপ বক্সের সাথে নতুন জিও সেট-টপ বক্স স্মার্টফোন অ্যাপ চালু করেছে, যার ফলে এখন স্মার্টফোন থেকেই জিও সেট-টপ বক্স নিয়ন্ত্রণ করা যাবে।

এছাড়াও, আপনি নিজের স্মার্টফোনটিকে গেমপ্যাড হিসেবেও ব্যবহার করতে পারবেন। ফলে আলাদা ভাবে আর কোনো গেম কন্ট্রোলারের প্রয়োজন হয় না।

জিও সেট-টপ বক্সে জিও সিনেমা এবং জিও টিভি প্লাসের সাথে একাধিক স্ট্রিমিং অ্যাপগুলিও সাপোর্ট করে। এর ফলে আপনি আপনার পছন্দের একাধিক কনটেন্ট উপভোগ করতে পারবেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন