দেশের অন্যতম বৃহত্তম EV চার্জিং হাবের উদ্বোধন করল মুকেশ আম্বানির Reliance Jio ও ব্রিটিশ সংস্থা BP

২০১৯-এ ধনকুবের মুকেশ আম্বানির সংস্থা Reliance Industries Ltd (RIL)-এর ৪৯ শতাংশ শেয়ারের দখল নিয়েছিল আন্তর্জাতিক তেল ও গ্যাস উত্তোলনকারী সংস্থা British Petroleum (BP)। ১ বিলিয়ন…

২০১৯-এ ধনকুবের মুকেশ আম্বানির সংস্থা Reliance Industries Ltd (RIL)-এর ৪৯ শতাংশ শেয়ারের দখল নিয়েছিল আন্তর্জাতিক তেল ও গ্যাস উত্তোলনকারী সংস্থা British Petroleum (BP)। ১ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে Reliance-এর ১,৪০০টি পেট্রলপাম্প এবং ৩১টি অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) স্টেশনের অংশীদারি নিয়েছিল ব্রিটিশ সংস্থাটি। আবার তারা যৌথভাবে এ দেশে পেট্রলপাম্প গড়ার কথা গত বছর ঘোষণা করেছিল, যেগুলি Jio-BP নামে জানা যাবে। এবারে দিল্লিতে দেশের অন্যতম বৃহত্তম ইভি চার্জিং হাব গড়ে তুলেছে এই দুই সংস্থা, যার দ্বার গতকালই খোলা হয়েছে৷

প্রাথমিক পর্যায়ে গুরুগ্রামের রাইড-হেইলিং পরিষেবা প্রদানকারী কোম্পানি ব্লুস্মার্ট (BlueSmart)-কে গ্রাহক হিসেবে যোগ করা হয়েছে। এই ইভি চার্জিং হাবটিও জিও- বিপি (Jio-BP) নামেই জানা যাবে। এদিকে চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের শেষে রিল (RIL)-এর তরফে জানানো হয়েছে, একাধিক ডিমান্ড এগ্রিগেটর, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স (OEMs), এবং টেকনোলজি পার্টনার হিসেবে দেশের এক নম্বর ইভি চার্জিং পরিকাঠামো গড়ে তোলায় অগ্রণী ভূমিকা পালন করবে সংস্থাটি।

এই প্রসঙ্গে RIL-এর বিবৃতিতে বলা হয়েছে, “দিল্লির দ্বারকায় দেশের অন্যতম বৃহত্তম একটি চার্জিং হাব তৈরি করেছে Jio-BP, যার প্রথম খদ্দের হল BlueSmart।”

এছাড়া দেশে রিলায়েন্স-এর যত পেট্রলপাম্প রয়েছে সেগুলির নাম পাল্টে Jio-BP রাখা হয়েছে। এই দুই সংস্থা যৌথভাবে দেশে ১,৪৪৫টি পেট্রলপাম্পের সংখ্যা বৃদ্ধি করেছে বলে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে। নিজেদের পেট্রলপাম্পে বর্তমানে ইভি চার্জিং স্টেশন এবং ব্যাটারি সোয়াপিং স্টেশন বসানোর চিন্তাভাবনা করছে Jio-BP।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন