সারা বছর আনলিমিটেড কল ও মোট ১০৯৫ জিবি ডেটা, Jio-র এই সব প্ল্যানে পাবেন দুর্দান্ত সুবিধা

মোবাইল নেটওয়ার্কের ব্যবহার এখন আর শুধু কলিং বা মেসেজিংয়ে আটকে নেই। এখন রোজকার জীবনে ইন্টারনেটের পরশ পেতেও একাংশ মানুষ বিভিন্ন রিচার্জ প্ল্যান বেছে নিচ্ছেন। সেক্ষেত্রে…

মোবাইল নেটওয়ার্কের ব্যবহার এখন আর শুধু কলিং বা মেসেজিংয়ে আটকে নেই। এখন রোজকার জীবনে ইন্টারনেটের পরশ পেতেও একাংশ মানুষ বিভিন্ন রিচার্জ প্ল্যান বেছে নিচ্ছেন। সেক্ষেত্রে আপনারা যদি Reliance Jio (রিলায়েন্স জিও)-এর গ্রাহক হন এবং আপনাদের প্রচুর ডেটার প্রয়োজন হয়, তবে আজ আমরা আপনাকে এমন কয়েকটি প্ল্যানের কথা বলব, যাতে মোট ১,০৯৫ জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে। সাথে থাকবে ফ্রি ভয়েস কলিং, এসএমএস, ওটিটি বেনিফিট এর মতো নানাবিধ সুবিধা। আসুন, আর দেরি না করে Reliance Jio-র এই প্রিপেইড প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

১. Reliance Jio-র ২,৮৭৯ টাকার প্ল্যান: রিলায়েন্স জিওর এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা দেওয়া হয়। সাথে থাকে ৩৬৫ দিনের বৈধতা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএসের সুবিধা। এই প্ল্যানে JioSecurity, JioCloud, JioCinema এবং JioTV-এর বিনামূল্যে সাবস্ক্রিপশনও মেলে।

২. Reliance Jio-এর ২,৯৯৯ টাকার প্ল্যান: রিলায়েন্স জিওর ২,৯৯৯ টাকার প্ল্যানেও ৩৬৫ দিনের বৈধতা দেওয়া হয়েছে। সুবিধার কথা বললে, এই প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং রোজ ১০০টি এসএমএস পাওয়া যাবে। এছাড়াও থাকে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর ফ্রি সাবস্ক্রিপশন।

৩. Reliance Jio-এর ৩,১১৯ টাকার প্ল্যান: এটির বৈধতাও ৩৬৫ দিন; এই প্ল্যান রিচার্জ করলে প্রতিদিন ২ জিবি ডেটা সহ ১০ জিবি অতিরিক্ত ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০টি করে এসএমএস করার সুবিধা মেলে। সাথে থাকে এক বছরের Disney+Hotstar মোবাইল সাবস্ক্রিপশন এবং JioCloud, JioSecurity, JioTV, JioCinema অ্যাপগুলির ফ্রি অ্যাক্সেস।

৪. Reliance Jio-এর ৪,১৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা এবং ৩৬৫ দিনের বৈধতা (৩ x ৩৬৫ = ১,০৯৫) পাওয়া যায়। সঙ্গে থাকে ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানোর ব্যবস্থা। অন্যান্য সুবিধার কথা বললে প্ল্যানটি JioCinema, JioSecurity, JioTV এবং JioCloud-এর ফ্রি সাবস্ক্রিপশন অফার করে।