Airtel, Vi পেছনে! ৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানে Jio দিচ্ছে ৭৫ জিবি ডেটাসহ একাধিক OTT বেনিফিট
এমনিতে ব্যবহারকারীদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে প্রিপেইড থেকে শুরু করে পোস্টপেইড এবং ব্রডব্যান্ড প্ল্যানে টেলিকম...এমনিতে ব্যবহারকারীদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে প্রিপেইড থেকে শুরু করে পোস্টপেইড এবং ব্রডব্যান্ড প্ল্যানে টেলিকম কোম্পানিগুলি সাশ্রয়ী মূল্যে বাম্পার বেনিফিট প্রদান করে থাকে। সেক্ষেত্রে আপনি যদি একজন পোস্টপেইড ব্যবহারকারী হন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। কারণ এখানে আমরা দেশের শীর্ষস্থানীয় তিনটি বেসরকারি টেলিকম সংস্থা Reliance Jio (রিলায়েন্স জিও), Airtel (এয়ারটেল), এবং Vodafone Idea (ভোডাফোন আইডিয়া) বা Vi (ভিআই)-এর কয়েকটি সেরা পোস্টপেইড প্ল্যানের কথা আপনাদেরকে জানাতে চলেছি যা আপনাদের রিচার্জের সিদ্ধান্ত অনেকটা সহজ করে দেবে। পাশাপাশি কোন সংস্থা তার গ্রাহকদের বেশি অফার দেয়, তাও এই প্রতিবেদনে স্পষ্ট হয়ে যাবে।
Vodafone Idea-র ৩৯৯ টাকার প্ল্যান
এই প্ল্যানে ৪০ জিবির সঙ্গে অতিরিক্ত ১৫০ জিবি ডেটা দেওয়া হচ্ছে। পাশাপাশি এতে ২০০ জিবি ডেটা রোলওভার বেনিফিটও পাওয়া যাবে। সেইসাথে রয়েছে প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস এবং যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এই প্ল্যানটি Vi Movies and TV-এর ফ্রি সাবস্ক্রিপশন অফার করে।
Airtel-এর ৩৯৯ টাকার প্ল্যান
এই প্ল্যানে ৪০ জিবি ডেটা ছাড়াও ডেটা রোলওভার বেনিফিট পাওয়া যাবে। এছাড়া এতে অফুরন্ত ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস করার সুবিধা মিলবে। উপরন্তু, এই প্ল্যান মারফত Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশন এবং Airtel Xstream অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন ইউজাররা।
Reliance Jio-র ৩৯৯ টাকার প্ল্যান
প্রিপেইডের মতো পোস্টপেইডের ক্ষেত্রেও অন্য দুই কোম্পানির চাইতে খানিকটা এগিয়ে আছে জিও। ৩৯৯ টাকার এই প্ল্যানে জিও দিচ্ছে ৭৫ জিবি ডেটা। নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে অতিরিক্ত ১ জিবি ডেটার জন্য ইউজারদের ১০ টাকা করে চার্জ দিতে হবে। পাশাপাশি এই প্ল্যানে ২০০ জিবি ডেটা রোলওভার বেনিফিট পাওয়া যাবে। এছাড়া, প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধাও মিলবে। উপরন্তু, এই প্ল্যানটিতে Netflix, Amazon Prime Video, এবং Disney+Hotstar-এর ফ্রি সাবস্ক্রিপশনের পাশাপাশি Jio অ্যাপ্লিকেশনগুলি বিনামূল্যে ব্যবহারের ছাড়পত্র পাবেন ইউজাররা।
সুতরাং এখানে বেশ স্পষ্ট যে জিওর প্ল্যানটি বেশি ফায়দাজনক!