Vi, Airtel, Jio-র ৬৬৬ টাকার প্রিপেইড প্ল্যান: বেনিফিট সরবরাহে কোন সংস্থা এগিয়ে?

গত বছরের শেষের দিকে দেশের নামজাদা তিনটি বেসরকারি টেলিকম কোম্পানি তাদের প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলির দাম ২০%-২৫% পর্যন্ত বাড়িয়ে খবরের দুনিয়ায় তুমুল শোরগোল ফেলার পাশাপাশি মধ্যবিত্তের…

গত বছরের শেষের দিকে দেশের নামজাদা তিনটি বেসরকারি টেলিকম কোম্পানি তাদের প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলির দাম ২০%-২৫% পর্যন্ত বাড়িয়ে খবরের দুনিয়ায় তুমুল শোরগোল ফেলার পাশাপাশি মধ্যবিত্তের পকেটে বেশ ভালোরকম চাপের সৃষ্টি করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, সমস্ত প্ল্যানের পাশাপাশি এই মূল্যবৃদ্ধির শিকার হয়েছে বেস্ট সেলিং ত্রৈমাসিক প্ল্যানগুলিও। ফলে মধ্যবিত্তের মাথায় যে শুধু হাত পড়েছে তাই নয়, দাম বাড়ার পরে কে কোন রিচার্জ প্ল্যানে বেশি সুবিধা দিচ্ছে, তা ঠিক করতে গ্রাহকরা যেন একটু বিভ্রান্ত হয়ে পড়ছেন।

সেক্ষেত্রে এই প্রতিবেদনে আমরা Reliance Jio (রিলায়েন্স জিও), Airtel (এয়ারটেল), এবং Vodafone Idea (ভোডাফোন আইডিয়া) বা Vi (ভিআই)-এর ৭০০ টাকার কম দামের এমনই একটি মিড-রেঞ্জের রিচার্জ প্ল্যানের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যাতে প্রায় তিন মাসের ভ্যালিডিটির পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল, এসএমএস, ডেটা সহ কিছু এক্সট্রা বেনিফিটও পাওয়া যাবে। ফলে তিনটি কোম্পানিই একই দামের প্ল্যানে ঠিক কী কী সুবিধা দিচ্ছে, তা আপনি অতি অনায়াসেই জেনে ফেলতে পারবেন। আর এর ফলে আপনি কোন সংস্থার প্ল্যানটি রিচার্জ করবেন, সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে আপনার আর বিন্দুমাত্র অসুবিধা হবে না।

৭০০ টাকার কমে উপলব্ধ এই তিনটি প্ল্যান হতে পারে সুবিধাজনক

Vodafone Idea-র ৬৬৬ টাকার প্রিপেইড প্ল্যান

ভিআই বর্তমানে ৬৬৬ টাকায় একটি প্রিপেইড প্ল্যান অফার করে যাতে ৭৭ দিনের মেয়াদে আনলিমিটেড ভয়েস কলিং, রোজ ১০০টি করে এসএমএস এবং প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যায়। এছাড়া অন্যান্য বেনিফিট হিসেবে, এই প্ল্যানে ডেটা ডিলাইটস (প্রতি মাসে ২ জিবি ডেটা ব্যাকআপ), উইকএন্ড ডেটা রোলওভার (সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দৈনিক ডেটা লিমিটের মধ্যে থেকে পড়ে থাকা অবশিষ্ট ডেটা ব্যবহার করা যাবে শনিবার এবং রবিবার), বিঞ্জ অল নাইট ডেটা (রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিখরচায় ইন্টারনেট ব্যবহারের সুবিধা) এবং Vi Movies & TV-এর অ্যাক্সেস মিলবে।

Airtel-এর ৬৬৬ টাকার প্রিপেইড প্ল্যান

এই প্রিপেইড প্ল্যানে ৭৭ দিনের মেয়াদে দৈনিক ১.৫ জিবি ডেটা, এবং তার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস করার সুযোগ দেওয়া হয়েছে। উপরন্তু এক্সট্রা বেনিফিট হিসেবে, এই প্ল্যানে রয়েছে ৩০ দিনের জন্য Amazon Prime Video Mobile Edition-এর ফ্রি ট্রায়াল, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, Shaw Academy-র ফ্রি অনলাইন কোর্স, ৩ মাসের জন্য Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস, ফ্রি Hello Tunes এবং Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা।

Reliance Jio-র ৬৬৬ টাকার প্রিপেইড প্ল্যান

একথা আমরা সকলেই জানি যে, অন্য দুই বেসরকারি কোম্পানির চাইতে দেশের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও খানিকটা হলেও সস্তায় ইউজারদের জন্য একাধিক প্রিপেইড প্ল্যান অফার করে থাকে। সেক্ষেত্রে জিও-র ৬৬৬ টাকার প্ল্যানেও অন্য দুটি কোম্পানির তুলনায় একটু বেশি সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এই প্ল্যানটির ভ্যালিডিটি ৮৪ দিন এবং এতে আনলিমিটেড কল বা প্রতিদিন ১০০টি করে এসএমএসের সাথে দৈনিক ১.৫ জিবি ডেটা ব্যবহারের সুবিধা পাওয়া যায়। এছাড়া, এক্সট্রা বেনিফিট হিসেবে ব্যবহারকারীরা JioCinema, JioTV, JioSecurity এবং JioCloud-এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।