কম ডেটা ব্যবহার করেন? ৪.৬৪ টাকা গড় খরচযুক্ত এই Jio প্ল্যান হতে পারে আপনার এক বছরের সাথী

আজকালকার দিনে বেশির ভাগ মানুষই বাড়িতে WiFi (ওয়াইফাই) ব্যবহার করেন, ফলে অধিকাংশই মোবাইল রিচার্জ প্ল্যানে ডেটা প্ল্যানে বেশি টাকা খরচ করতে পছন্দ করেনা। এই সমস্ত…

আজকালকার দিনে বেশির ভাগ মানুষই বাড়িতে WiFi (ওয়াইফাই) ব্যবহার করেন, ফলে অধিকাংশই মোবাইল রিচার্জ প্ল্যানে ডেটা প্ল্যানে বেশি টাকা খরচ করতে পছন্দ করেনা। এই সমস্ত ক্ষেত্রে ইউজারদের চাহিদা থাকে সীমিত ডেটা, কলিং এবং এসএমএস। সেক্ষেত্রে Reliance Jio (রিলায়েন্স জিও) গ্রাহকদের সুবিধার্থে এইরকমই একটি সাশ্রয়ী প্রিপেইড প্ল্যান সরবরাহ করে যাতে দীর্ঘমেয়াদী বৈধতা পাওয়া যায়। অর্থাৎ এতে বারবার রিচার্জের ঝামেলাও এড়ানো যায়। এই প্ল্যানটির দাম ১,৫৫৯ টাকা এবং এর বৈধতা ৩৩৬ দিন (১২ মাস×২৮ দিন)। কিন্তু ঠিক কী বেনিফিট মেলে এই প্ল্যানে? আসুন এখন এই দেড় হাজার টাকা দামী প্ল্যানের সুবিধা সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

Jio-র ১,৫৫৯ টাকার প্ল্যানের বিবরণ

এই প্ল্যানে, মুকেশ আম্বানির কোম্পানি তার ব্যবহারকারীদের সীমাহীন ফ্রি ভয়েস কলিংসহ ৩,৬০০টি এসএমএস এবং মোট ২৪ জিবি ডেটা অফার করে। ফলত যারা ডেটার বদলে নম্বর সক্রিয় রাখার প্রয়োজন মেটাতে বা লং টাইম ভ্যালিডিটি চাইছেন, তাদের জন্য তো এই প্ল্যান তো সুবিধাজনক হবেই। পাশাপাশি যারা শুধু ফোন কল এবং এসএমএস ব্যবহার করেন, তাদের জন্যও এটি লাভদায়ক হবে।

তাছাড়া হঠাৎ প্রয়োজনে মোবাইল ডেটার দরকার হলে সেই ঝামেলাও এড়াবে এই প্ল্যান। যদিও ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইউজাররা ৬৪ কেবিপিএস করে স্পিড পাবেন। অন্যান্য সুবিধার কথা বললে এই জিও প্রিপেইড প্ল্যানের সাথে Jio TV, Jio Cinema, Jio Security এবং Jio ক্লাউডে বিনামূল্যে অ্যাক্সেস মিলবে।

এই প্রসঙ্গে বলে রাখি যারা এই প্ল্যানটি রিচার্জ করবেন তাদের রোজ গড়ে ৪.৬৪ টাকা অর্থাৎ ৫ টাকার চেয়েও অনেক কম খরচা হবে। তাই এই প্ল্যানটি যে মূল্যবৃদ্ধির বাজারে বেশ সস্তা তাতে কোনো সন্দেহ নেই!