গ্রাহকরা মাসে ব্যবহার করছেন ১৯.৭ জিবি করে ডেটা, বেড়েছে গড় আয়ও; নতুন রেকর্ড Reliance Jio-র

২০১৬ সালে বাজারে পা রাখার পর, দেশের সমস্ত বিদ্যমান অপারেটরকে পেছনে ফেলে একটি পোক্ত জায়গা করে নিয়েছে Reliance Jio...
Anwesha Nandi 8 May 2022 4:20 PM IST

২০১৬ সালে বাজারে পা রাখার পর, দেশের সমস্ত বিদ্যমান অপারেটরকে পেছনে ফেলে একটি পোক্ত জায়গা করে নিয়েছে Reliance Jio (রিলায়েন্স জিও)। এই কয়েক বছরে মুকেশ আম্বানির মালিকানাধীন কোম্পানিটি নানা উত্থান পতনের মধ্যে দিয়েও, টেলিকম সার্ভিস প্রোভাইডার হিসেবে শীর্ষস্থান বজায় রেখেছে। তবে নিজের ৬ষ্ষ্ঠতম বর্ষপূর্তিতে এবার সংস্থাটি নতুন রেকর্ড গড়েছে বলে মনে হচ্ছে। এমনিতে Jio-র ইউজারবেস অন্যান্য কোম্পানির (মানে Airtel, Vi বা সরকারি সংস্থা BSNL) তুলনায় অনেকটাই বেশি এবং সক্রিয়। তবে সম্প্রতি তাদের নেটওয়ার্কে ডেটা খরচের পরিমাণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

জিওর একটি রিপোর্ট অনুযায়ী, গ্রাহকরা ২০২১-২২ অর্থবর্ষে কোম্পানির নেটওয়ার্ক থেকে মোট ৯১.৪ বিলিয়ন জিবি ডেটা ব্যবহার করেছেন। আর ২০২২ সালের প্রথম তিন মাসে ডেটা খরচের রেকর্ড ২৪.৬ বিলিয়ন জিবিতে পৌঁছেছে, যা আগের ত্রৈমাসিকের থেকে ৪৭.৫% বেশি। গড় হিসেব করলে, এই বিশাল ডেটার মধ্যে একজন গ্রাহক প্রতি মাসে ১৯.৭ জিবি ডেটা ব্যবহার করেন। নিঃসন্দেহে এ কোনো ছোটো বিষয় নয়।

বেড়েছে Jio নেটওয়ার্কে কল করার প্রবণতাও

তবে যে জিওর গ্রাহকরা শুধু বেশি ডেটাই ব্যবহার করেছেন এমন নয়। জানা গেছে, চতুর্থ ত্রৈমাসিকে গ্রাহকরা সংস্থার নেটওয়ার্কে ফোন কল অর্থাৎ কথা বলার ক্ষেত্রেও একটি নতুন রেকর্ড গড়েছে। এক্ষেত্রে প্রতিটি গ্রাহক নাকি জিও নেটওয়ার্ক থেকে প্রতি মাসে গড়ে ৯৬৮ মিনিট কথা বলেছেন, যার প্রতিদিনের অঙ্ক প্রায় ৩২ মিনিট। এদিকে এতে গত বছরের তুলনায় জিও নেটওয়ার্কের ভয়েস ট্র্যাফিক ১৭.৯% বেড়ে ৪,৫১,০০০ কোটি মিনিটে দাঁড়িয়েছে।

সোনায় সোহাগা অবস্থা Jio-র

এদিকে একই সময়ে, সংস্থার জিওফাইবার (JioFiber) দেশের বৃহত্তম ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার হয়ে উঠেছে। এক্ষেত্রে তারা নিজের নেটওয়ার্কে প্রায় ৫ মিলিয়ন পরিবার সংযুক্ত করেছে। আবার গ্রাহক পিছু গড় আয় বা এআরপিইউ (ARPU)-এর ক্ষেত্রেও কোম্পানিটি ভালো পারফর্ম করেছে। রিপোর্ট বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ কোম্পানির গড় আয় ১৬৭.৬ টাকায় দাঁড়িয়েছে। উপরন্তু, ৩১শে মার্চ, ২০২২-এ শেষ হওয়া অর্থবর্ষে রিলায়েন্স জিওর মোট মুনাফা প্রায় ২৩ শতাংশ বেড়ে ১৪,৮৫৪ কোটি টাকা হয়েছে৷

Show Full Article
Next Story