Jio-র এই দুই প্ল্যানের মতো সুবিধা দিতে পারে না Airtel, Vi, BSNL
দেশীয় টেলিকম অপারেটরদের মধ্যে এই প্রথম নির্বাচিত প্রিপেইড প্ল্যানের সঙ্গে বিনামূল্যে Disney+ Hotstar Premium...দেশীয় টেলিকম অপারেটরদের মধ্যে এই প্রথম নির্বাচিত প্রিপেইড প্ল্যানের সঙ্গে বিনামূল্যে Disney+ Hotstar Premium সাবস্ক্রিপশন প্রদান করবে রিলায়েন্স জিও (Reliance Jio)! আজ্ঞে হ্যাঁ, মুকেশ আম্বানির মালিকানাধীন সংস্থাটি সম্প্রতি এমনই নজরকাড়া অফার সহ দুটি নতুন প্রিপেইড প্ল্যান বাজারে এনেছে। কলিং ও ডেটা সুবিধার পাশাপাশি এই প্ল্যানদুটি Disney+ Hotstar Premium কনটেন্ট অ্যাক্সেসের বৈধতা দেবে। এখনো পর্যন্ত Airtel, Vi বা অন্য কোন টেলিকম গোষ্ঠী যে তাদের প্ল্যানের সাথে উপরোক্ত ওটিটি (OTT) সুবিধা প্রদান করেনা তা আগেই বলেছি। তবে নির্বাচিত রিচার্জ প্ল্যানের সাথে বাকি টেলকোগুলি ইউজারদের Disney+ Hotstar Mobile সাবস্ক্রিপশন প্রদান করে থাকে।
Reiance Jio-র Disney+ Hotstar Premium রিচার্জ প্ল্যান
এক্ষেত্রে জিও গ্রাহকেরা দুটি প্রিপেইড রিচার্জ বিকল্প বেছে নেওয়ার সুযোগ পাবেন। এদের মূল্য যথাক্রমে ১,৪৯৯ এবং ৪,১৯৯ টাকা। ১,৪৯৯ টাকার রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে জিও গ্রাহকেরা দিন প্রতি ২ জিবি ইন্টারনেট ডেটা এবং ১০০ এসএমএস (SMS) খরচের ছাড়পত্র পাবেন। এছাড়া এই প্ল্যান যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা দেবে। একইসাথে এর সাথে Jio TV, Jio Cinema সহ অন্যান্য জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস মিলবে। সর্বোপরি এই প্ল্যান ডিজনি+ হটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশন সহ উপলব্ধ, যা এর প্রধান আকর্ষণ। প্ল্যানের ভ্যালিডিটি পুরো ৮৪ দিন।
উপরের রিচার্জ বিকল্প ছাড়াও ডিজনি+ হটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য জিও গ্রাহকেরা ৪,১৯৯ টাকার প্ল্যান বেছে নিতে পারেন। এটি দৈনিক ৩ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচের পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা প্রদান করবে। তাছাড়া পুরো ৩৬৫ দিনের পরিষেবা মেয়াদে উপলব্ধ এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকেরা একাধিক জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন।
প্রসঙ্গত জানিয়ে রাখি, আলোচ্য প্রিপেইড প্ল্যান দুটির সাথে আগত Disney+ Hotstar Premium সাবস্ক্রিপশন অ্যাক্টিভ বা সক্রিয় করতে চাইলে প্রথমে MyJio অ্যাপে প্রবেশ করে ইউনিক কুপন কোড সংগ্রহ করতে হবে। এরপর নিজের জিও মোবাইল নম্বর থেকে ডিজনি+ হটস্টার অ্যাকাউন্টে সাইন-ইন করার সময় সেই কুপন কোড এন্টার করলেই সাবস্ক্রিপশন অ্যাক্টিভ হয়ে যাবে।