২৭৯ টাকার নতুন ক্রিকেট অ্যাড-অন প্রিপেইড প্ল্যান আনল Jio; রিচার্জে মিলবে Disney+Hotstar বেনিফিট
ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ চরমে পৌঁছাতে আজ থেকে শুরু হচ্ছে বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান...ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ চরমে পৌঁছাতে আজ থেকে শুরু হচ্ছে বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল (IPL) ২০২২। আর প্রতি বছরের মতই এবারেও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই ইভেন্টটিকে কেন্দ্র করে তুমুল উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে, আয়েশ করে এই টুর্নামেন্টের মজা পুরোদমে উপভোগ করতে টেলিভিশনের চাইতে এখন বহুসংখ্যক মানুষ স্মার্টফোনেই আইপিএল দেখতে বেশি পছন্দ করেন। সেক্ষেত্রে স্মার্টফোনে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম Disney+ Hotstar (ডিজনি+হটস্টার)-এর অ্যাক্সেস থাকা মানে জমিয়ে আইপিএল দেখা তো স্রেফ হাতের মোয়া। এই কারণে টেলিকম কোম্পানিগুলিও তাদের বহু প্রিপেইড প্ল্যানের সাথে এই আইপিএল মরসুমে বিনামূল্যে Disney+ Hotstar-এর ফ্রি বেনিফিট প্রদান করে থাকে। এখন, সেই লক্ষ্যেই ইউজারদেরকে সন্তুষ্ট করতে এগিয়ে এল শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি Reliance Jio (রিলায়েন্স জিও)। আসুন সংস্থার নতুন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জেনে নিই…
Jio-র নতুন ২৭৯ টাকার ক্রিকেট অ্যাড-অন প্রিপেইড প্ল্যান
এক্ষেত্রে রিলায়েন্স জিও একটি নতুন ২৭৯ টাকার ক্রিকেট অ্যাড-অন প্রিপেইড প্ল্যান চালু করেছে, যা ডিজনি+হটস্টার-এর ফ্রি সাবস্ক্রিপশন অফার করবে। তবে এই ক্রিকেট অ্যাড-অন প্রিপেইড জিও প্ল্যানে এক বছরের ডিজনি+ হটস্টার মোবাইল সাবস্ক্রিপশনের পাশাপাশি মোট ১৫ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। আবার, একবার আপনি এই প্ল্যানটি রিচার্জ করলে, আপনার বিদ্যমান প্রিপেইড প্ল্যানের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এটি ভ্যালিড থাকবে। যদিও এই রিচার্জ প্যাকে ভয়েস কলের সুবিধা উপলব্ধ নয়।
কিন্তু মনে রাখতে হবে যে, টেলিকম অপারেটরটি কিন্তু সবাইকে এই ক্রিকেট প্রিপেইড প্ল্যানটি অফার করছে না। এটি নির্বাচিত কিছু ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ। আসলে সংস্থাটি কিছু জিও ব্যবহারকারীদের একটি নোটিফিকেশন পাঠাতে শুরু করেছে। যদি আপনি ভাগ্যবান হন, তাহলে আপনি আপনার মাইজিও (MyJio) অ্যাপে এই প্ল্যানটিকে দেখতে পাবেন। আর দেখতে পেলেই এই প্ল্যানটির অ্যাক্সেস পাওয়া তো আপনার কাছে জলবৎ তরলং!
অন্যান্য Jio ক্রিকেট বা ডেটা প্রিপেইড প্ল্যান
আপনার জন্য যদি এই নতুন জিও ক্রিকেট প্ল্যানটি উপলব্ধ না থাকে, তাহলে মন খারাপ করার কোনো কারণ নেই! কেননা অন্যান্য আরও একাধিক অপশন আপনার জন্য মজুত রয়েছে। যেমন স্মার্টফোনে জমিয়ে আইপিএল দেখতে হলে আপনি ৪৯৯ টাকার জিও প্রিপেইড প্ল্যানটি কেনার কথা ভাবতে পারেন। এটি জিও-র সবচেয়ে কমদামি ক্রিকেট প্ল্যান। এই প্ল্যানে ২৮ দিনের মেয়াদে আনলিমিটেড ভয়েস কল, রোজ ১০০ টি এসএমএস, এবং দৈনিক ২ জিবি করে ডেটা পাওয়া যায়। সেইসাথে এতে রয়েছে এক বছরের জন্য ডিজনি+হটস্টার মোবাইলের ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা। এই প্ল্যানটি কেনার ক্ষেত্রে ২০ শতাংশ জিওমার্ট (JioMart) ডিসকাউন্ট অফারও পাওয়া যাবে। এর অর্থ হল যে, মূলত আপনি কোম্পানির জিওমার্ট পরিষেবার মাধ্যমে যে আইটেমগুলি কিনেছেন, তার উপর আপনি ২০ শতাংশ ছাড় পেতে সক্ষম হবেন।
আবার, আপনি যদি আপনার মোবাইল নম্বর রিচার্জ না করে কেবল আইপিএল ক্রিকেট ম্যাচগুলি দেখার জন্য অতিরিক্ত ডেটা চান, তবে জিও-র ডেটা ভাউচারগুলি ব্যবহার করার কথা ভাবতে পারেন। সংস্থার ১২১ টাকার একটি ৪জি (4G) ডেটা ভাউচার রয়েছে, যা ১২ জিবি ডেটা অফার করে। এটি আপনার বিদ্যমান প্ল্যানের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ভ্যালিড থাকবে। আবার যাদের খুব বেশি ডেটার প্রয়োজন নেই, তারা ২৫ টাকা বা ৬১ টাকার জিও প্রিপেইড প্ল্যানটি কিনতে পারেন। এগুলিতে যথাক্রমে ২ জিবি ও ৬ জিবি ডেটা পাওয়া যাবে।
এছাড়া, আপনি যদি ভ্যালিডিটিসহ কোনো ডেটা ভাউচারের সন্ধান করেন, তবে তার জন্য কিছু ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান মার্কেটে হাজির করেছে জিও। এই প্ল্যানগুলির মধ্যে সবচেয়ে সস্তা হল ১৮১ টাকার প্রিপেইড ডেটা প্ল্যান, যা মোট ৩০ জিবি ডেটা অফার করে। সেক্ষেত্রে এই সমস্ত প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে জানতে হলে আপনি মাইজিও অ্যাপের পাশাপাশি অনলাইন জিও সাইটটিও চেক করতে পারেন।