ফ্রি-তে মিলবে Disney+ Hotstar Premium সাবস্ক্রিপশন, দু-দুটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করল Reliance Jio

বর্তমান ডিজিটাল যুগে বিনোদনের জন্য মানুষ OTT (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মগুলিতে ভিড় বাড়াচ্ছে। মূলত করোনা পরিস্থিতিতে লকডাউনে সময় কাটানোর পাশাপাশি মনোরঞ্জনের জন্য OTT প্ল্যাটফর্মগুলি মানুষের…

বর্তমান ডিজিটাল যুগে বিনোদনের জন্য মানুষ OTT (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মগুলিতে ভিড় বাড়াচ্ছে। মূলত করোনা পরিস্থিতিতে লকডাউনে সময় কাটানোর পাশাপাশি মনোরঞ্জনের জন্য OTT প্ল্যাটফর্মগুলি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। আর এর সুবাদেই প্ল্যাটফর্মগুলি অধিক জনপ্রিয়তা পেতে শুরু করে, যার মধ্যে অন্যতম একটি হল Disney+ Hotstar (ডিজনি + হটস্টার)। সেক্ষেত্রে এখন নামজাদা টেলিকম সংস্থাগুলিও তাদের বেশ কয়েকটি প্রিপেইড রিচার্জ প্ল্যানের সাথে Disney+ Hotstar (ডিজনি+হটস্টার)-এর ফ্রি সাবস্ক্রিপশন অফার করে থাকে। এতে গ্রাহকদের আলাদা করে আর সাবস্ক্রিপশন নিতে হয়না।

সেক্ষেত্রে আপনি যদি দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি Reliance Jio (রিলায়েন্স জিও)-র গ্রাহক হন, এবং সংস্থার এমন কোনো প্ল্যানের সন্ধানে থাকেন যাতে বিনামূল্যে ডিজনি + হটস্টার-এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! সম্প্রতি Jio দুটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে, যেগুলিতে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টার সম্পূর্ণ বিনামূল্যে অ্যাক্সেস করার সুযোগ মিলবে। সেইসাথে দীর্ঘমেয়াদী বৈধতা এবং বেশ কিছু এক্সট্রা বেনিফিটও পাওয়া যাবে। প্ল্যান দুটির দাম হল ১,৪৯৯ টাকা এবং ৪,১৯৯ টাকা। তাহলে চলুন, প্ল্যান দুটির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

Jio-র ১,৪৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

রিলায়েন্স জিও-র নতুন ১,৪৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে ৮৪ দিনের মেয়াদে ডিজনি+ হটস্টার-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশনের পাশাপাশি প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএসের সুবিধা পাওয়া যাবে। সেইসাথে এক্সট্রা বেনিফিট হিসেবে গ্রাহকরা JioTV এবং JioCinema-র মতো Jio অ্যাপ্লিকেশনগুলির কম্প্লিমেন্টারি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।

Jio-র ৪,১৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

৪,১৯৯ টাকার জিও প্ল্যানটি কিছুটা ব্যয়বহুল বলে মনে হলেও এটি কিন্তু একটি বার্ষিক প্ল্যান, অর্থাৎ এর মেয়াদ ৩৬৫ দিন। এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০টি করে এসএমএস এবং এক বছরের জন্য ডিজনি+ হটস্টার-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যাবে। সেইসাথে অতিরিক্ত বেনিফিট হিসেবে Jio অ্যাপ্লিকেশনগুলি বিনামূল্যে অ্যাক্সেস করার ছাড়পত্র পাবেন ইউজাররা।

Disney+Hotstar অ্যাক্টিভেট করার প্রক্রিয়া

ডিজনি+হটস্টার সাবস্ক্রিপশন অ্যাক্টিভেট করার প্রক্রিয়াটি কিন্তু বেশ সহজ। জিওর ১,৪৯৯ টাকা বা ৪,১৯৯ টাকার প্ল্যানগুলি কেনা মাত্রই আপনি আপনার MyJio অ্যাকাউন্টে একটি ডিজনি + হটস্টার প্রিমিয়াম কুপন কোড পাবেন। ব্যবহারকারীরা ডিজনি + হটস্টার প্রিমিয়ামের এক বছরের মেম্বারশিপ পেতে এই কুপন কোডটি ব্যবহার করতে পারেন। এরপর এক বছরব্যাপী ডিজনি + হটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশন অ্যাক্টিভেট করার জন্য, আপনাকে “hotstar.com/in/subscribe/promo” ওয়েবসাইটটি ভিসিট করতে হবে। তারপরে আপনাকে আপনার জিও নম্বর দিয়ে সাইন ইন করতে হবে, এবং আপনার স্মার্টফোনে আপনি যে ওটিপিটি পাবেন, সেটিকে এন্টার করতে হবে। এরপরে আপনি আপনার কুপন কোডটি এন্টার করলেই এক বছরের জন্য ডিজনি + হটস্টার-এর কনটেন্ট দেখার মজা উপভোগ করার সুযোগ পেয়ে যাবেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, রিলায়েন্স জিও ছাড়াও দেশের অপর দুই শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি Airtel (এয়ারটেল) এবং Vodafone Idea বা Vi (ভোডাফোন আইডিয়া বা ভিআই)-ও ইউজারদের জন্য বেশ কয়েকটি ডিজনি+হটস্টার প্রিপেইড রিচার্জ প্ল্যান মার্কেটে নিয়ে হাজির হয়েছে। এয়ারটেলের ৪৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কল, রোজ ১০০ টি এসএমএস-এর পাশাপাশি বিনামূল্যে ডিজনি+হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন এবং অ্যামাজন প্রাইম মোবাইল এডিশন (Amazon Prime Mobile Edition)-এর অ্যাক্সেসের সুবিধা রয়েছে। এই একই বেনিফিটসহ রিলায়েন্স জিও-র প্রিপেইড প্ল্যানও মার্কেটে উপলব্ধ, কিন্তু তাতে অ্যামাজন প্রাইম মেম্বারশিপের সুবিধা অন্তর্ভুক্ত নয়।

অন্যদিকে, Vodafone Idea বা Vi একটি ৬০১ টাকার প্রিপেইড প্ল্যান অফার করে, যাতে ১৬ জিবি অতিরিক্ত ডেটা, ৩ জিবি দৈনিক ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস করার সুযোগ দেওয়া হয়েছে। উপরন্তু, এই প্ল্যানে ডিজনি+হটস্টারের সাবস্ক্রিপশন ছাড়াও উইকএন্ড ডেটা রোলওভারের সুবিধা মিলবে।