ভিডিও কনফারেন্সিং অ্যাপ JioMeet আনলো রিলায়েন্স জিও, কিভাবে ব্যবহার করবেন জানুন
লকডাউনের কারণে ভিডিও কলের প্রবণতা বেড়েছে সারা বিশ্বে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার সহ অন্যান্য অ্যাপ তাদের ভিডিও কলিং পরিষেবা আরও উন্নত করেছে। এবার রিলায়েন্স জিও ও…
লকডাউনের কারণে ভিডিও কলের প্রবণতা বেড়েছে সারা বিশ্বে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার সহ অন্যান্য অ্যাপ তাদের ভিডিও কলিং পরিষেবা আরও উন্নত করেছে। এবার রিলায়েন্স জিও ও নিয়ে এল JioMeet। যদিও এই জিওমিট ভিডিও কনফারেন্সিং অ্যাপ নতুন নয়, এটিকে একবছরের ও বেশি সময় আগে লঞ্চ করা হয়েছিল। তবে এবার অফিসিয়ালি একে জিও প্ল্যাটফর্মে আনা হল। আসুন JioMeet সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
JioMeet এর ফিচার ও ডাউনলোড কিভাবে করবেন :
- আপনি জিওমিট কে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।
- এই ভিডিও অ্যাপকে ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে ব্যবহার করা যাবে।
- উইন্ডোজ ও ম্যাকের জন্য ও জিওমিটের অ্যাপ আছে এবং আউটলুকের জন্য প্লাগইন উপলব্ধ। যেগুলোকে Mac App Store এবং Microsoft Windows Marketplace থেকে ডাউনলোড করা যাবে।
- অ্যাপ ডাউনলোড না করেও ভিডিও কলের ইনভিটেশন লিংকে ক্লিক করে গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স দিয়েও মিটিংয়ে যোগদান করা যাবে।
- এখানে আপনি কল শিডিউল বিকল্প পাবেন।
- এইচডি কলের জন্য কোনো উন্নত ডিভাইস বা হাই স্পিড ইন্টারনেটের প্রয়োজন হবেনা।
JioMeet এর মাধ্যমে কিভাবে ভিডিও কল করবেন : (অ্যান্ড্রয়েড/আইওএস)
প্রথমে অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটিকে ডাউনলোড করুন।
এবার ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে অথবা গেস্ট মুডে ওটিপি দিয়ে লগইন করুন।
গেস্ট মুডে লগইন করলে আপনার নাম ও মিটিং আইডি ইউআরএল দিতে হবে।
আপনি যখন এখানে লগইন করবেন তখন কারা করা এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে দেখতে পাবেন। এছাড়াও চাইলে ইনভাইট করতে পারবেন।
উইন্ডোজ থেকে কিভাবে JioMeet ব্যবহার করবেন :
এরজন্য আপনাকে https://jiomeet.jio.com/home ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
এবার এখান থেকে উইন্ডোজ ভার্সন ডাউনলোড করতে হবে।
এবার ডাউনলোড করার পর এবং ইনস্টল করার পর ডেস্কটপে একটি শর্টকাট চলে আসবে।
এবার ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে অথবা গেস্ট মুডে ওটিপি দিয়ে লগইন করতে পারবেন।
আপনি এখানে গেস্ট মোডে লগইন করলে মিটিং আইডি ইউআরএল এন্টার করতে হবে। অথবা আপনার ফোনে এই অ্যাপ ইনস্টল থাকতে হবে।
লকডাউনের কারণে ভিডিও কলের প্রবণতা বেড়েছে সারা বিশ্বে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার সহ অন্যান্য অ্যাপ তাদের ভিডিও কলিং পরিষেবা আরও উন্নত করেছে। এবার রিলায়েন্স জিও ও…