Jio Offers: নতুন iPhone 15 কিনলেই 6 মাস 399 টাকার রিচার্জ প্ল্যান ফ্রি, বিশেষ অফার আনল Reliance Jio

Reliance Jio মাঝে মাঝেই তাদের গ্রাহকদের আকর্ষণীয় অফার দিয়ে থাকে। আবার ভারতের বৃহত্তম টেলিকম সংস্থাটি একটি দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে। Jio এখন iPhone 15-এর…

Reliance Jio মাঝে মাঝেই তাদের গ্রাহকদের আকর্ষণীয় অফার দিয়ে থাকে। আবার ভারতের বৃহত্তম টেলিকম সংস্থাটি একটি দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে। Jio এখন iPhone 15-এর নতুন ক্রেতাদের ৬ মাসের জন্য ৩৯৯ টাকার প্ল্যানটি অফার করছে একদম বিনামূল্যে। অর্থাৎ এর মাধ্যমে আইফোন ক্রেতারা মোট ২৩৯৪ টাকা সাশ্রয় করতে পারবেন। তাই যারা এখন নতুন iPhone 15 কিনবেন বলে ঠিক করেছেন তাদের জন্য এটি একটি দারুন সুযোগ। কারণ, মোবাইল কেনার সময় অনেকটা খরচ হলেও, তারা ৬ মাস পর্যন্ত মোবাইল রিচার্জ করার হাত রক্ষা পাবেন।

তবে মনে রাখতে হবে যে, অফিসিয়াল রিলায়েন্স রিটেল স্টোর, রিলায়েন্স ডিজিটাল অনলাইন বা জিও মার্ট থেকে iPhone 15 কিনলে তবেই এই সুবিধাটি পাওয়া যাবে। আর এই অফারটি শুরু হচ্ছে ২২ সেপ্টেম্বর ২০২৩ থেকে। আবার, নতুন প্রিপেড সিম অ্যাক্টিভেশনের ক্ষেত্রে ১৪৯ টাকা বা তার বেশি দামের প্ল্যান রিচার্জ করলে তবেই এই অফার প্রযোজ্য হবে।

আর এই অফারটি উপভোগ করার জন্য আপনাকে অবশ্যই জিও গ্রাহক হতে হবে। তবে, আপনি যদি জিও গ্রাহক না হোন, তাহলে আপনি আপনার বর্তমান সিমটি জিও নেটওয়ার্কে পোর্ট করতে পারেন। অথবা একটি নতুন জিও সিম কিনতে পারেন। নতুন আইফোন ১৫ ডিভাইসে জিও সিম ঢোকানোর পর আগামী ৭২ ঘণ্টার মধ্যে অফারটি আপনার জিও নম্বরে অ্যাক্টিভেট হয়ে যাবে।

এই অফারটি একবার গ্রাহকের জিও নম্বরে অ্যাক্টিভেট হয়ে গেলে ইমেইল বা এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। মনে রাখবেন, এই কমপ্লিমেন্টারি প্ল্যানটি শুধুমাত্র আইফোন ১৫ ডিভাইসেই কাজ করবে অর্থাৎ অ্যাক্টিভেশনের পর অফারের সুবিধাগুলি ব্যবহার করার জন্য আপনি ফোন পরিবর্তন করতে পারবেন না।

Jio-র ৩৯৯ টাকার প্ল্যান

Reliance Jio-র ৩৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। আর এই প্ল্যানের ব্যবহারকারীদের প্রত্যেকদিন আনলিমিটেড ভয়েস কলিং, ১০০ টি এসএমএস এবং ৩ জিবি ডেটা অফার করা হয়ে থাকে। এছাড়াও, এর সাথে পাওয়া যায় জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের মত অ্যাপগুলি অ্যাক্সেস করার সুযোগ। আবার আপনি যদি Reliance Jio-র 5G কভারেজের আওতায় থাকেন, তাহলে আপনি কোনো অতিরিক্ত খরচ ছাড়াই আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন