একবছরে ২৫০০ কোটি টাকা লাভ Reliance Jio-র, বাড়ছে গ্রাহক প্রতি আয়ও

পূর্বের থেকে আয় বাড়িয়ে ২০২২ অর্থবর্ষে (FY22) ব্যাপক মুনাফা অর্জন করলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (RIL) অধীনস্থ...
SUPARNAMAN 7 May 2022 6:16 PM IST

পূর্বের থেকে আয় বাড়িয়ে ২০২২ অর্থবর্ষে (FY22) ব্যাপক মুনাফা অর্জন করলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (RIL) অধীনস্থ সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio)। ২০২১ অর্থবর্ষে (FY21) যেখানে এই সংস্থা ১২,০১৫ কোটি টাকার মুনাফা লাভ করে, সেখানে ২০২২ অর্থবর্ষে সংস্থাটির মুনাফার অঙ্ক দাঁড়িয়েছে ১৪,৮১৭ কোটি টাকা! অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে Reliance Jio -র লাভের পরিমাণ ২,৫০০ কোটি টাকা বেড়েছে, যা মুকেশ আম্বানির মালিকানাধীন আলোচ্য টেলিকম সংস্থার পক্ষে যথেষ্ট সুসংবাদ।

লাইসেন্স ফি বাড়লেও সর্বশেষ প্রান্তিকে মুনাফা বাড়ালো Jio

উল্লেখ্য, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তরফ থেকে প্রকাশিত রিপোর্টে জিও'র ব্যাপক মুনাফা অর্জনের সত্যতা সামনে এসেছে। রিপোর্ট অনুসারে, ২০২২ অর্থবর্ষের সর্বশেষ প্রান্তিকে জিও মোট ৪,১৭৩ কোটি টাকার মুনাফা করেছে। পূর্ববর্তী প্রান্তিকের তুলনায় এক্ষেত্রে তাদের মুনাফা বেড়েছে প্রায় ৫৫০ কোটি টাকা! অবশ্য রিপোর্ট অনুযায়ী সর্বশেষ প্রান্তিকে লাইসেন্স ফি'র পরিমানও আগের থেকে বেড়েছে। পূর্বের প্রান্তিকে লাইসেন্স ফি বাবদ সংস্থা যেখানে ২,২৫২ কোটি টাকা চোকাতে বাধ্য হয়েছে, সেখানে শেষ প্রান্তিকে তাদের লাইসেন্স ফি হিসেবে দিতে হয়েছে মোট ২,৫০৪ কোটি টাকা। অথচ এরপরেও রিলায়েন্স জিও তাদের মুনাফা অর্জনের ধারাবাহিকতা অনায়াসেই বজায় রেখেছে।

ARPU অঙ্ক বাড়িয়ে আরো বেশি লাভের ধারা বজায় রাখবে Jio?

আসলে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে Jio অপরাপর টেলকোদের তুলনায় বরাবরই এগিয়ে। সদ্য নিষ্ক্রিয় গ্রাহকদের পরিষেবা থেকে ছেঁটে ফেলে আলোচ্য সংস্থা নিজস্ব গ্রাহক পিছু গড় আয় (ARPU) অনেকটাই বাড়িয়েছে, যা মুনাফা বৃদ্ধিতে সংস্থার সহায়ক হয়েছে। ভবিষ্যতে নিজেদের গ্রাহক পিছু গড় আয় আরো বাড়িয়ে সংস্থাটি বাড়তি মুনাফা অর্জনের ধারা বজায় রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে এআরপিইউ বাবদ প্রাপ্ত আয়ের কথা বাদ দিলে পরিচালনা থেকেও Jio আগের তুলনায় বেশি মুনাফা কামিয়েছে। ২০২১ অর্থবর্ষের ডিসেম্বর প্রান্তিকে পরিচালনার ক্ষেত্র থেকে জিও যেখানে ১৯,৩৪৭ কোটি টাকা লাভ করে, সেখানে সর্বশেষ প্রান্তিকে এই টেলিকম অপারেটর ২০,৯০১ কোটি টাকার মুনাফা সংগ্রহ করেছে, যা ভবিষ্যতে আরো ঊর্ধ্বমুখী হবে বলে সকলের বিশ্বাস।

Show Full Article
Next Story