উন্নত 5G পরিষেবা দিতে Samsung-এর সাথে হাত মেলাচ্ছে Reliance Jio
দেশের সর্বত্র 5G পরিষেবা রোলআউটের জন্য এবার দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাংয়ের (Samsung) সাথে গাঁটছড়া বাঁধতে চলেছে...দেশের সর্বত্র 5G পরিষেবা রোলআউটের জন্য এবার দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাংয়ের (Samsung) সাথে গাঁটছড়া বাঁধতে চলেছে রিলায়েন্স জিও (Reliance Jio)। এর আগে একযোগে কাজ করে সংস্থা দুটি 4G নেটওয়ার্ক স্থাপনের কাজে ব্যাপক সাফল্য পায়। তাছাড়া গত বছরের (২০২১) জুন মাস নাগাদ শুরু হওয়া 5G ট্রায়ালের ক্ষেত্রেও দেশের এক নম্বর টেলিকম অপারেটর সংস্থা Jio সহযোগী হিসেবে Samsung'কে বেছে নেয়। তাই 5G রোলআউটের ব্যাপারে পুনরায় একজোট হওয়ায় সংস্থাদ্বয়ের থেকে ভালো পরিষেবা প্রাপ্তির আশা করা যেতেই পারে।
জনপ্রিয় BusinessStandard পত্রিকার রিপোর্ট অনুযায়ী, 5G রোলআউটের ক্ষেত্রে তাদের সহযোগী হওয়ার প্রস্তাব এর মধ্যেই জিও'র তরফ থেকে স্যামসাংয়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এ ব্যাপারে দুই সংস্থার মধ্যে আলাপচারিতা অনেকটাই এগিয়েছে। ফলে আগামীদিনে আবারও সংস্থাদুটিকে জোট বেঁধে কাজ করতে দেখা যেতে পারে।
ভারতের মাটিতে টেলিকম গিয়ার উৎপাদন শুরু করতে পারে Samsung
আজ্ঞে হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ বা PLI 2.0 স্কীমের ফায়দা উঠিয়ে স্যামসাং ভারতের মাটিতেই প্রয়োজনীয় টেলিকম গিয়ারের উৎপাদন শুরু করতে পারে। এজন্য বর্তমানে সংস্থাটি ভারত সরকারের সাথে কথাবার্তা চালাচ্ছে। উল্লেখ্য, অল্প কিছুদিনের মধ্যেই স্যামসাংয়ের সাথে এয়ারটেলের (Airtel) চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে জিও'র পাশাপাশি দেশের অপর বৃহত্তম টেলিকম অপারেটরের সাথে চুক্তির প্রচেষ্টা বাস্তবায়িত হলে দক্ষিণ কোরীয় সংস্থাটি যে দীর্ঘমেয়াদিভাবে অত্যন্ত লাভবান হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেননা সেই অবস্থায় দেশে তাদের টেলিকম গিয়ারের ব্যবসা ফুলেফেঁপে ওঠার জোর সম্ভাবনা বিদ্যমান।
সবথেকে বড় কথা, বর্তমানে গিয়ার ভেন্ডর হিসেবে বেছে নেওয়ার জন্য বেসরকারি টেলিকম অপারেটরদের হাতে মাত্র দুটি বিকল্প উপস্থিত রয়েছে (Ericsson এবং Nokia)। সেক্ষেত্রে স্যামসাং ভারতের বুকে গিয়ার উৎপাদনের ব্যবসায় নামলে টেলকোদের হাতে বিকল্পের সংখ্যা বাড়বে।
অবশ্য একথা সত্যি যে প্রাথমিকভাবে Samsung সরকারি পিএলআই স্কীমের আওতায় উৎপাদনের ব্যাপারে খুব একটা উৎসাহী ছিল না। তবে গ্রাহক হিসেবে দেশের প্রধান দুই টেলিকম অপারেটর Jio এবং Airtel'কে পাশে পাওয়ার সম্ভাবনায় ভবিষ্যতে তারা আলোচ্য স্কীমের অধীনে পণ্য উৎপাদনের কথা ভাবছে। এর ফলে ভারতে সংস্থার ব্যবসায়িক ভিত আরো অনেক মজবুত হবে বলে আমাদের ধারণা।