Reliance Jio-র লোভনীয় প্ল্যান, এক রিচার্জে ১২ মাস রোজ ২.৫ জিবি ডেটা, কল সহ অনেক কিছু

ইউজারদের সাধ্য অনুযায়ী সুবিধাজনক প্রিপেইড প্ল্যান অফারের ক্ষেত্রে Reliance Jio বরাবর অন্যান্য টেলকোদের তুলনায় কিছুটা...
SUPARNAMAN 19 July 2022 5:52 PM IST

ইউজারদের সাধ্য অনুযায়ী সুবিধাজনক প্রিপেইড প্ল্যান অফারের ক্ষেত্রে Reliance Jio বরাবর অন্যান্য টেলকোদের তুলনায় কিছুটা এগিয়ে। মুকেশ আম্বানি অধিকৃত এই সংস্থার পক্ষ থেকে প্রায়শই গ্রাহকদের জন্য নতুন নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করা হয়। যেমন দীর্ঘ ভ্যালিডিটির সাথে আগত ২,৯৯৯ টাকার Jio রিচার্জ বিকল্পের কথা বলা যেতে পারে। চলতি বছরের শুরুতেই Jio এই প্ল্যান বাজারে আনে। যাদের ডেটা চাহিদা তুলনামূলক বেশি, সেই সমস্ত জিও গ্রাহক ২,৯৯৯ টাকার উল্লিখিত প্ল্যান বেছে নিয়ে একগুচ্ছ সুযোগ-সুবিধা লাভ করতে পারেন। দীর্ঘ বৈধতা সহ আগত, এ ধরনের প্রিপেইড প্ল্যান বাজারে খুব কমই রয়েছে।

২,৯৯৯ টাকার Jio প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে যে সমস্ত সুবিধা পাওয়া যাবে

আগেই বলেছি যে, ২,৯৯৯ টাকার বিনিময়ে উপলব্ধ জিও প্রিপেইড প্ল্যান চলতি বছরেই বাজারে এসেছে। এই প্ল্যান গ্রাহকদের সারা বছর অর্থাৎ ৩৬৫ দিনের ভ্যালিডিটি প্রদান করবে। সেক্ষেত্রে এই প্ল্যান রিচার্জ করলেই গ্রাহকেরা পুরো ১ বছরের বৈধতায় দৈনিক ২.৫ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচ সহ যে কোনও নম্বরে (লোকাল এবং এসটিডি) আনলিমিটেড ভয়েস কল করার স্বাধীনতা পেয়ে যাবেন। ডেটা এফইউপি (FUP) সীমা অতিক্রম করলে আলোচ্য প্ল্যানের অধীনে ইন্টারনেট স্পিড ৬৪ কেবিপিএসে (Kbps) নেমে আসবে।

ডেটা, এসএমএস ও কলিং বেনিফিট ছাড়া ২,৯৯৯ টাকার জিও প্রিপেইড প্ল্যানের সঙ্গে উপভোক্তাগণ Disney+ Hotstar Mobile সাবস্ক্রিপশন পুরো বিনামূল্যে পেয়ে যাবেন। সাধারণ অবস্থায় ডিজনি+ হটস্টার ওটিটি (OTT) প্ল্যাটফর্মের শেষোক্ত সাবস্ক্রিপশন লাভের জন্য ৪৯৯ টাকা খরচ করা জরুরি। কিন্তু জিও'র আলোচ্য প্ল্যান রিচার্জ করলে এজন্য কোনো বাড়তি টাকা খরচের দরকার নেই।

সর্বোপরি আলোচ্য জিও প্রিপেইড প্ল্যানের সুবাদে রিচার্জকারীরা JioTV, JioCloud, JioCinema, JioSecurity প্রভৃতি বিভিন্ন জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস লাভ করবেন। ফলে সব মিলিয়ে দেখতে গেলে উল্লিখিত ২,৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান বেছে নিলে জিও ইউজারদের প্রভূত লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

Show Full Article
Next Story