আর বিশ্বের দিকে তাকিয়ে থাকতে হবে না, Reliance এর হাত ধরে ভারতে তৈরী হবে সেমিকন্ডাক্টর
মুকেশ আম্বানির Reliance Industries সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চাইছে। আর এই খবর সত্যি হলে...মুকেশ আম্বানির Reliance Industries সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চাইছে। আর এই খবর সত্যি হলে ভারতে সেমিকন্ডাক্টর নিয়ে সাপ্লাই চেইনের মধ্যে সমস্যা কিছুটা দূর হতে পারে। পাশাপাশি ভারতে চিপের ক্রমবর্ধমান চাহিদাও পূরণ হতে পারে।
তবে জানিয়ে রাখি ভারতে চিপের উৎপাদন ভীষণ চ্যালেঞ্জিং একটি বিষয়। তাই এই ক্ষেত্রে সাফল্য পেতে গেলে যথেষ্ট দক্ষতা এবং প্রযুক্তিগত শিক্ষার প্রয়োজন। অতএব, এই বিষয়ে পারদর্শী কোনো সংস্থার সাথে যৌথ উদ্যোগ বা চুক্তির মাধ্যমেই Reliance এই শিল্পে সফলতা পেতে পারে।
যদিও সংস্থাটি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। তবে এই প্রসঙ্গে বিদেশের চিপ নির্মাতাদের সাথে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু হয়ে গেছে। আর এই কারণেই সম্ভাব্য অংশীদারদের নাম এখনও প্রকাশ করা হয়নি।
আসলে টেলিকমিউনিকেশন এবং ইলেকট্রনিক্স ব্যবসায় চিপের ঘাটতির কারণেই সংস্থাটি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং শিল্পে পা রাখতে চাইছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, Reliance বিশ্বব্যাপী চিপের ঘাটতির কারণেই গুগলের (Google) সহযোগিতায় বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের নির্মাণ স্থগিত করে রেখেছে।