WhatsApp এর সাথে JioMart কে জুড়ে দেওয়ার ভাবনা Reliance এর

শপিং করার জন্য আলাদা কোনো অ্যাপ্লিকেশনে যাওয়ার প্রয়োজন পড়বে না। হোয়াটসঅ্যাপে (WhatsApp) কথোকথনের মাঝেই টুক করে জিও মার্ট (JioMart) থেকে সেরে নেওয়া যাবে প্রয়োজনীয় জিনিসের…

শপিং করার জন্য আলাদা কোনো অ্যাপ্লিকেশনে যাওয়ার প্রয়োজন পড়বে না। হোয়াটসঅ্যাপে (WhatsApp) কথোকথনের মাঝেই টুক করে জিও মার্ট (JioMart) থেকে সেরে নেওয়া যাবে প্রয়োজনীয় জিনিসের শপিং। অনলাইন রিটেল মার্কেটে প্রতিপক্ষদের এবার মোক্ষম চাল দেওয়ার অপেক্ষায় মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স রিটেল লিমিটেড (Reliance Retail Limited)।

আগামী ছয় মাসের মধ্যেই রিলায়েন্স তার ই-কমার্স অ্যাপ জিওমার্ট হোয়াটসঅ্যাপে সংযুক্ত করার পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। যার ফলে ভারতের সবচেয়ে জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের ৪০০ মিলিয়ন ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের মধ্যেই জিওমার্টের যাবতীয় সামগ্রী অর্ডার করতে পারবেন।

এই ইন্টিগ্রেশন JioMart কে সারা ভারত জুড়ে তার পরিষেবা বিস্তার করার সুযোগ দেবে, যার ফলে রিলায়েন্স রিটেল ভারতের অনলাইন খুচরো ব্যবসার বাজারে ফ্লিপকার্ট ও অ্যামাজনের কর্তৃত্বকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেবে বলে বিশেষজ্ঞদের মতামত। রিপোর্ট বলছে, ২০২৫ সালের মধ্যে ভারতের রিটেল মার্কেটের বাজার দাঁড়াবে ১.৩ ট্রিলিয়ন ডলারে। যার বড়ো একটা অংশ মুকেশ আম্বানি নিজের দখলে রাখার জন্য ঝাঁপাচ্ছেন।

অন্যদিকে রিলায়েন্স রিটেল প্যাকেটজাত খাদ্য, মুদিখানা দ্রব্য ও এফএমসিজি (ফাস্ট মুভিং কনজিউমার গুডস)-এর সরাসরি বিক্রী থেকে সরে আসবে। কিরানা স্টোরগুলি তাদের আশেপাশের গ্রাহকদের কাছে এই পণ্যগুলি বিক্রয় করবে। যার জন্য রিলায়েন্স রিটেল স্থানীয় কিরানা স্টোরগুলিকে ফ্র্যাঞ্চাইজি পার্টনার হিসেবে নিজেদের প্ল্যাটফর্মে যুক্ত করতে চলেছে।