Jio গ্রাহকদের জন্য দুঃসংবাদ, ১৫০ টাকা দাম বাড়লো ৭৪৯ টাকার প্ল্যানের

মূল্যবৃদ্ধি যে দেশের রিচার্জ প্ল্যানগুলির ওপরেও দারুণ প্রভাব ফেলছে, তা আমরা বিগত কয়েক বছর ধরে লক্ষ করছি। আর এই প্রভাব...
Anwesha Nandi 5 Jun 2022 3:25 PM IST

মূল্যবৃদ্ধি যে দেশের রিচার্জ প্ল্যানগুলির ওপরেও দারুণ প্রভাব ফেলছে, তা আমরা বিগত কয়েক বছর ধরে লক্ষ করছি। আর এই প্রভাব যে আগামীদিনে গ্রাহকদের বেশ অস্বস্তির কারণ হবে – টেলিকম শিল্পমহল থেকে সে আভাসও মিলছে। সোজা কথায় বললে, ভারতের বেসরকারি কোম্পানিগুলি তাদের রিচার্জের খরচ আরো বাড়াবে বলে শোনা যাচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে কার্যত চুপিসাড়েই নিজের একটি সাশ্রয়ী মূল্যের একটি প্ল্যানকে ব্যয়বহুল করে তুলেছে Reliance Jio (রিলায়েন্স জিও)। হ্যাঁ ঠিকই পড়েছেন! এই শীর্ষস্থানীয় টেলকো সম্প্রতি তার একটি দীর্ঘ মেয়াদী প্ল্যানের দাম বাড়িয়েছে যাতে এক বছরের বৈধতা, কলিং এবং ডেটার পাশাপাশি আরও অনেক সুবিধা পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে কোন প্ল্যানের দাম হঠাৎ করে বেড়েছে? আর কত টাকাই বা বেশি খরচা করতে হবে?

বেড়েছে JioPhone-এর এই প্ল্যানের দাম

এক্ষেত্রে বলে রাখি, আলোচ্য প্ল্যানটি কোনো নিয়মিত বিকল্প নয় যা সংস্থার সব গ্রাহক ব্যবহার করতে পারতেন বা পারবেন। এটি আদতে জিওফোন (JioPhone) প্ল্যান যা কেবল জিওর বিশেষ ফিচার ফোন ইউজাররাই রিচার্জ করতে সক্ষম হবেন। আসলে, জিওফোনের বর্তমান ব্যবহারকারীদের জন্য ৭৪৯ টাকার একটি প্ল্যান ছিল। এই প্ল্যানে ব্যবহারকারীরা এক বছরের জন্য ভয়েস কলিং এবং ২৪ জিবি ডেটা পেতেন। এর সাথে ছিল কিছু জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধাও।

তবে এখন সংস্থা প্ল্যানটির খরচ ১৫০ টাকা বাড়িয়ে দিয়েছে। ফলে এখন ইউজারদের এটি রিচার্জ করতে ৮৯৯ টাকা খরচ করতে হবে। যদিও, কেন জিও এই প্ল্যানের দাম বাড়িয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি!

JioPhone ইউজাররা এই প্ল্যান রিচার্জ করতে পারবেন

আপনি যদি নতুন জিওফোন গ্রাহক হন, তবে আপনি রিচার্জের জন্য ১,৪৯৯ টাকার বিকল্পটি বেছে নিতে পারেন। এতে ৮৯৯ টাকার প্ল্যানের অনুরূপ বেনিফিট অর্থাৎ এক বছরের বৈধতা, ২৪ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং জিও অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। আবার কোনো জিওফোন গ্রাহক যদি ১,৯৯৯ টাকার প্ল্যান রিচার্জ করেন, তাহলে তারা দ্বিগুণ সুবিধা পাবেন। অর্থাৎ তারা দুই বছরের জন্য ফ্রি ভয়েস কলিং, ৪৮ জিবি ডেটা এবং জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা নিতে পারেন।

Show Full Article
Next Story