Best Geyser: বাড়ির জন্য সেরা গিজার কিনতে অবশ্যই মাথায় রাখুন এই পাঁচটি বিষয়

বাজেট এবং সঠিক নিরাপত্তার কথা মাথায় রেখে Geyser কেনার আগে ৫টি বিষয় বিবেচনা করা উচিত। যা মেনে চললে আপনার চাহিদা অনুযায়ী শুধু সঠিক গিজার নির্বাচন করবেন না, সেটি দীর্ঘদিন ব্যবহারও করা যাবে।

Puja Mondal 15 Nov 2024 4:55 PM IST

সামনেই আসছে শীত। এই সময় অনেকেই গিজার (Geyser) কেনার কথা ভাবেন। বর্তমানে বাজারে গিজারের একাধিক বিকল্প রয়েছে। এর মধ্যে থেকে কোনটা সেরা হবে তা বাছার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত। অর্থাৎ একদিকে যেমন বাজেটের মধ্যে থাকবে, অন্যদিকে তেমনই নিরাপদ হতে হবে। কী কী টিপস মেনে চললে সেরা গিজার পাবেন জেনে রাখুন।

গিজার কেনার আগে ৫ টিপস

ইনস্ট্যান্ট নাকি স্টোরেজ গিজার

ইনস্ট্যান্ট গিজার কম্প্যাক্ট হয় এবং দ্রুত জল গরম করতে পারে। এই গিজারগুলি ছোট পরিবার বা যারা একা থাকেন তাঁদের জন্য উপযুক্ত। সীমিত পরিমাণ গরম জল সরবরাহ করে ইনস্ট্যান্ট গিজার।

অন্যদিকে স্টোরেজ গিজারগুলি বড় পরিবারের জন্য আদৰ্শ। দীর্ঘ সময়ের জন্য গরম জল ধরে রাখতে পারে। কিন্তু এতে পাওয়ার বেশি খরচ হয়। যাদের পরিবারে সদস্য সংখ্যা বেশি তাদের স্টোরেজ গিজার কেনা উচিত।

পরিবারের আয়তনের উপর ভিত্তি করে ক্ষমতা বিবেচনা করুন

ছোট পরিবারের জন্য ১০-১৫ লিটারের স্টোরেজ ক্ষমতা-সহ একটি গিজার দরকার৷ আবার বড় পরিবার হলে ১৫-২৫ লিটারের একটি গিজার কেনা উচিত। প্রতিদিন কতজন কত পরিমাণ গরম জল ব্যবহার করেন তা মাথায় রেখে গিজার কেনা উচিত।

রেটিং

পাওয়ার এফিসিয়েন্সির জন্য BEE স্টার রেটিং খুবই গুরুত্বপূর্ণ। একটি ৫ স্টার রেটিং-সহ গিজারের দাম একটু বেশি হতে পারে। তবে দীর্ঘ সময়ের জন্য বিদ্যুতের বিল সাশ্রয় করতে চাইলে এই গিজারগুলি আদৰ্শ হবে। ভালো রেটিং মানে সেই গিজার পরিবেশ বান্ধব এবং কম শক্তি খরচ করে।

জলের ট্যাংক উপাদান পরীক্ষা করুন

স্টেইনলেস স্টীল বা তামা দিয়ে তৈরি ট্যাংকের গিজারগুলির দীর্ঘস্থায়ী ক্ষমতা থাকে। কারণ সেগুলি ক্ষয় হওয়ার প্রবণতা কম। কিছু গিজার অ্যান্টি-জারসিভ আবরণের সাথে আসে। যেগুলি উন্নত উপাদান দিয়ে তৈরি হয়। দীর্ঘ দিন ব্যবহারের জন্য স্থায়িত্ব নিশ্চিত করে এই গিজারগুলি।

সেফটি ফিচার্স

নিরাপত্তাকে সবথেকে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত। গিজার কেনার আগে নিশ্চিত করুন যে এটিতে স্বয়ংক্রিয় শাট-অফ, থার্মোস্ট্যাট কন্ট্রোল এবং চাপ রিলিফ ভালভ রয়েছে কিনা। যাতে অতিরিক্ত গরম বা অতিরিক্ত চাপ এড়াতে পারে। সর্বদা ISI সার্টিফায়েড গিজার কেনা উচিত। কারণ এগুলির গুণমান এবং নিরাপত্তা সবথেকে ভালো হয়।

Show Full Article
Next Story