টোকিয়ো অলিম্পিক্সে রুপোজয়ী মীরাবাই চানুকে Kiger SUV গাড়ি উপহার দিল Renault

টোকিয়ো অলিম্পিক্সে মীরাবাই চানু (Mirabai Chanu)-র হাত ধরে প্রথম পদক জয় ভারতের। অলিম্পিক্সে ভারোত্তোলন বিভাগে ভারতের দীর্ঘ ২১ বছরের পদকের খরার অবসান ঘটিয়ে রুপো জিতে…

টোকিয়ো অলিম্পিক্সে মীরাবাই চানু (Mirabai Chanu)-র হাত ধরে প্রথম পদক জয় ভারতের। অলিম্পিক্সে ভারোত্তোলন বিভাগে ভারতের দীর্ঘ ২১ বছরের পদকের খরার অবসান ঘটিয়ে রুপো জিতে ইতিহাস তৈরি করেছেন তিনি।

চানুর রুপো জেতার পর থেকে সরকার ও বেসরকারি – দুই জায়গা থেকেই থেকে নানা পুরস্কারের ঘোষণা করা হয়েছে। টোকিয়ে অলিম্পিক্সে দুর্ধর্ষ পারফরম্যান্সের জন্য এবার চানুকে গাড়ি উপহার দিল রেনো (Rensult)।

Renault gift Kiger SUV to Mirabai Chanu

রেনোর ভাইস প্রেসিডেন্ট (সেলস ও মার্কেটিং) সুধীর মালহোত্রা (Sudhir Malhotra) চানুর হাতে Kiger এসইউভি গাড়ির চাবি তুলে দেন। ক্রেতাদের মতে এসইউভি গাড়ির মধ্যে অন্যতম সেরা হল রেনো কোম্পানির এসইউভিগুলি। আর এই বছর লঞ্চ করা
Kiger গাড়িটি রেনোর অন্যান্য এসইউভি গাড়ির মতো জনপ্রিয় হবে বলেই ধারণা সংস্থাটির।

Renault Kiger SUV দাম

ভারতে গাড়িটির দাম শুরু ৫ লক্ষ ৪৫ হাজার টাকা থেকে। RXE, RXL, RXT, RXZ ভ্যারিয়েন্ট ও দু’টি ইঞ্জিন অপশনে গাড়িটি উপলব্ধ।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন