Renault, Nissan, ও Mitsubishi যৌথভাবে বৈদ্যুতিক গাড়ি তৈরি করবে, আগামী পাঁচ বছরে 20 বিলিয়ন ইউরো লগ্নির সম্ভাবনা

এবার বিশ্বের তিনটি নামি গাড়ি নির্মাণকারী সংস্থা Renault, Nissan ও Mitsubishi একত্রে তৈরি করবে ইলেকট্রিক ভেহিকেল। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স (Reuters)-এর খবর অনুযায়ী এই মর্মে…

এবার বিশ্বের তিনটি নামি গাড়ি নির্মাণকারী সংস্থা Renault, Nissan ও Mitsubishi একত্রে তৈরি করবে ইলেকট্রিক ভেহিকেল। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স (Reuters)-এর খবর অনুযায়ী এই মর্মে তিনটি সংস্থাই নিজেদের বিনিয়োগের পরিমাণ তিনগুণ করবে। Renault Nissan Mitsubishi Alliance – তিনটি সংস্থার এই যৌথ উদ্যোগের কথা ২৭ জানুয়ারি ঘোষণা করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

২০৩০ সালের মধ্যে সংস্থা তিনটি ৩০টি বৈদ্যুতিক গাড়ি, বাজারে নিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি ফরাসি কোম্পানি রেনো (Renault) ও জাপানি সংস্থা নিশান (Nissan) এবং মিৎসুবিশি (Mitsubishi) একত্রে আগামী পাঁচ বছরের মধ্যে ২০ বিলিয়ন ইউরো লগ্নি করতে পারে বলে খবর। আসন্ন ৩০টি গাড়ি পাঁচটি কমন ইভি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হবে। এমনকি এই পাঁচটি ইভি প্ল্যাটফর্ম ২০৩০-এর মধ্যে আসন্ন ৯০% গাড়ির ক্ষেত্রেই ব্যবহার করা হবে বলে ধারণা।

জানা গেছে, তিনটি সংস্থা একত্রে ইতিমধ্যেই এই ধরনের চারটি ইভি প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে। যার মধ্যে একটি হতে পারে Nissan Ariya ও Renault Megane EV-র, দ্বিতীয় ও তৃতীয়টি হতে পারে Renault Dacia ও Nissan-এর ও এর অংশীদারি সংস্থা Dongfeng -র গাড়ির, এবং চতুর্থটি হতে পারে জাপানের মাইক্রো মিনি গাড়ির।

পঞ্চম প্ল্যাটফর্মটির ডিজাইন তৈরি করতে পারে Renault, যা পরবর্তীতে ব্যবহার করা হবে। CMFB-EV নামক প্ল্যাটফর্মটি আসন্ন Nissan Micra EV-র পাশাপাশি Renault-এর গাড়িতেও খুব শীঘ্রই ব্যবহার করা হতে পারে। এদিকে তিনটি সংস্থাই একই ব্যাটারি এবং বৈদ্যুতিক গাড়ির যন্ত্রাংশ ব্যবহার করতে পারে বলেই অনুমান। এর ফলে ব্যাটারি উৎপাদনের খরচ তিনটি সংস্থার কাছেই কমে আসবে। এমনকি ব্যাটারিগুলি হতে পারে লিথিয়াম-আয়ন প্রযুক্তির।

২০৩০-এর মধ্যে ২৩টি বিদ্যুৎ চালিত গাড়ি নিয়ে আসতে চলেছে বলে গত বছরের শুরুতেই জানিয়েছিল Nissan। পাশাপাশি ওই সময়ের মধ্যেই তারা তাদের অর্ধেক গাড়ি বৈদ্যুতিক ভার্সনে পরিবর্তিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে। অন্যদিকে ২০৩০-এর মধ্যে নিজেদের সমস্ত গাড়ি বৈদ্যুতিক চালিত করা হবে বলে ঘোষণা করেছে Renault।