সাবধান হোন, লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে আপনার লোকেশন ডেটা

নানা ধরনের পরিষেবা পাওয়ার জন্য আমরা স্মার্টফোনে লোকেশন (Location) ফিচার অন (সক্রিয়) রাখি। কিন্তু আপনার ডিভাইসের লোকেশন ডেটা যে দুরাভিসন্ধিদের রোজগারের মাধ্যম হয়ে উঠতে পারে…

নানা ধরনের পরিষেবা পাওয়ার জন্য আমরা স্মার্টফোনে লোকেশন (Location) ফিচার অন (সক্রিয়) রাখি। কিন্তু আপনার ডিভাইসের লোকেশন ডেটা যে দুরাভিসন্ধিদের রোজগারের মাধ্যম হয়ে উঠতে পারে সে খবর রেখেছেন কি? আসলে Google, Facebook-এর মত ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ইউজারের লোকেশন ডেটা নিজের দখলে রাখছে – এমন খবরে আকছার ইন্টারনেট দুনিয়ায় হইচই পড়তে দেখা যায়! কিন্তু একটি নতুন রিপোর্ট বলছে যে, কয়েক বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে বিক্রি হচ্ছে স্মার্টফোন ইউজারদের এই বিশেষ তথ্য। এমনকি বাজারে এই ডেটার বিশাল চাহিদা রয়েছে বলেও দাবি করা হচ্ছে।

রমরমিয়ে চলছে লোকেশন ডেটা বিক্রির ব্যবসা

TheNextWeb-এর মতে, একাধিক ডেটা মাইনিং ফার্ম বেনামে অন্য আইডেন্টিফায়ারদের সাহায্যে স্মার্টফোন থেকে লোকেশন ডেটা সংগ্রহ করে এবং তারপর তা বিভিন্ন কোম্পানীর কাছে বিক্রি করে। শুনলে অবাক হবেন, রিটেল ফুট ট্রাফিক অ্যানালিস্টসহ বিভিন্ন সংস্থা (এমনকি মিলিটারি কনট্রাকটর ফার্ম) এই জাতীয় ডেটা বিক্রি করে।

ইউসি বার্কলির ইন্টারন্যাশনাল কম্পিউটার সায়েন্স ইনস্টিটিউটের গবেষক সার্জ ইগেলম্যান এবং অ্যাপসেন্সাসের সিটিও-র মতে, কিছু অ্যাপ খুব সহজেই ইউজারদের বোকা বানিয়ে তাদের অজান্তে সুরক্ষিত ডেটা অ্যাক্সেস করে এবং এই জাতীয় ব্যবসার সুযোগ করে দেয়। আবার, ডিউক টেক পলিসি ল্যাবের সাইবার পলিসি ফেলো জাস্টিন শেরম্যান বলেছেন, একটি জটিল স্যাডোওয়ে (ছায়াময়) ওয়েব এই বিষয়ে কাজ করছে। তিনি জানিয়েছেন, তারা ৪৭টি কোম্পানিকে চিহ্নিত করেছে যারা মোবাইল ফোনের লোকেশন ডেটা সংগ্রহ করে এবং বিক্রি করে।

অবাক করার মতো বিষয় হল, ওই কোম্পানিগুলি থেকে প্রয়োজন মতো মানুষের লোকেশন ডেটা কিনে নেয় বড় বড় টেক সংস্থাগুলিও। বিজ্ঞাপন বা অন্যান্য কাজে পরে এই ডেটা ব্যবহার করে জনপ্রিয় সংস্থাগুলি। আর এই সবই ঘটে ইউজারের গোপনে। তাই কোনো অ্যাপ বা ওয়েবসাইট দরকার ছাড়া লোকেশন ডেটার অ্যাক্সেস চাইলে, তা না দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন