Heart Attack: হার্ট অ্যাটাকের ১০ বছর আগে জানা যাবে, মার্কিন গবেষকদের নয়া আবিষ্কারে তোলপাড় সারা বিশ্ব

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র মতে, বিশ্বব্যাপী সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে হৃদরোগের কারণে। কার্ডিওভাসকুলার হার্ট ডিজিজের কারণে প্রতি বছর প্রায় ১৭.৯ মিলিয়ন (১ কোটি ৭৯ লক্ষ)…

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র মতে, বিশ্বব্যাপী সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে হৃদরোগের কারণে। কার্ডিওভাসকুলার হার্ট ডিজিজের কারণে প্রতি বছর প্রায় ১৭.৯ মিলিয়ন (১ কোটি ৭৯ লক্ষ) লোকের মৃত্যু হয় বলে অনুমান করা হয়। এই কারণে, গবেষকরা একটি লার্নিং মডেল তৈরি করেছেন, যা হার্ট অ্যাটাক বা এথেরোস্ক্লেরোটিক হার্ট ডিজিজের কারণে মৃত্যুর ১০ বছরের আগে জানা যাবে। গবেষকরা বলছেন যে, এটি একটি অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম, যা সিঙ্গেল চেস্ট এক্স-রে (সিএক্সআর) ইনপুট ব্যবহার করে তৈরি করা হয়েছে।

গবেষকরা বলছেন যে, কার্ডিওভাসকুলার হার্ট ডিজিজের বিধ্বংসী পরিণতি তাদের হৃদরোগ এবং ঝুঁকির কারণগুলি প্রতিরোধ ও চিকিৎসার দিকে কাজ করতে অনুপ্রাণিত করেছে। তাদের নয়া প্রযুক্তিটি CXR-CVD নামে পরিচিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট দ্বারা ডিজাইন করা হয়েছে।

ইতিমধ্যেই ১১,৪৩০ জন রোগীর উপর এই প্রযুক্তি পরীক্ষা করা হয়েছে, যাদের সকলের বুকের এক্স-রে ছিল। যারপর দেখা গেছে, এই প্রযুক্তি রোগীদের স্ট্যাটিন থেরাপির জন্য সম্ভাব্য যোগ্য করে তুলেছে, যা হার্ট অ্যাটাকের এক ধরনের প্রতিরোধক।

১০ বছর আগে সর্তকতা পাওয়া যেতে পারে

গবেষকরা বলেছেন তাদের নয়া লার্নিং মডেলের মাধ্যমে ১০ বছর আগে স্টোকের সর্তকতা পাওয়া যাবে। প্রথমে তাদের প্রযুক্তি ব্যবহার করে অ্যাথেরোস্ক্লেরোটিক হার্ট ডিজিজের (এএসসিভিডি) ঝুঁকির স্কোর গণনা করা হবে। এরপর স্ট্যাটিন থেরাপির ব্যবহার করা হবে। ফলে রোগী বেঁচে যেতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন