ইলেকট্রিক মোটরসাইকেলের দুই নতুন শোরুম খুলল Revolt Motors
দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসার প্রসারে উদ্যোগ নিতে শুরু করেছে রিভল্ট মোটরস (Revolt Motors)। জ্বালানির দামে চিন্তিত...দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসার প্রসারে উদ্যোগ নিতে শুরু করেছে রিভল্ট মোটরস (Revolt Motors)। জ্বালানির দামে চিন্তিত আমজনতা যখন বিদ্যুৎচালিত যানবাহনের দিকে ঝুঁকছেন, তখন একের পর এক রাজ্যে শোরুম খুলছে রিভল্ট। এবার কেরালায় দু'টি রিটেল স্টোর লঞ্চের ঘোষণা করল ইলেকট্রিক মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থাটি।
কেরালায় এই প্রথম রিভল্টের ডিলারশিপ খুলল। এই নিয়ে দেশজুড়ে সংস্থাটির আউটলেটের সংখ্যা দাঁড়াল ২৪টি। আবার চলতি বছর দেশের বিভিন্ন প্রান্তে ৪০-এর বেশি শোরুম খোলার পরিকল্পনা করছে তারা। কেরালায় রিভল্টের নতুন স্টোর দু'টি কোচি এবং ত্রিসুরে অবস্থিত। সেলস পয়েন্টের পাশাপাশি এক্সপেরিয়েন্স সেন্টারের ভূমিকা পালন করবে। রিভল্টের RV 400 ই-বাইকের টেস্ট রাইডের সঙ্গে সঙ্গে ডিজাইন ও চার্জিং পদ্ধতি সম্পর্কেও জানতে পারবেন গ্রাহকরা।
Revolt RV400
রিভল্ট আরভি ৪০০ ইলেকট্রিক মোটরসাইকেলে এ ৭২ ভোল্ট, ৩.২৪ কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি এবং ৩ কিলোওয়াট মিড-ড্রাইভ মোটর রয়েছে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিসীমা ৮৫ কিলোমিটার। সাড়ে চার ঘন্টায় রিভল্ট আরভি ৪০০-এর ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যায়। রিভল্ট আরভি ৪০০ কমগতিতে (ইকো মোডে) একটানা ১৫০ কিলোমিটার পর্যন্ত সফর করতে সক্ষম।
বাইকটি স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যায়। কাস্টমাইজড এগজস্ট সাউন্ডের সুবিধা রয়েছে এতে। রিভল্ট আরভি ৪০০-এর দাম ১.২৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। কসমিক ব্ল্যাক, রেবেল রেড এবং মিস্ট গ্রে কালার অপশনে উপলব্ধ এই ইলেকট্রিক বাইক।