Revolt RV1 ইলেকট্রিক বাইক সস্তায় বাজারে এন্ট্রি নিচ্ছে, পাওয়া যাবে না RV300

“Delivery goes green”। অর্থাৎ আর ধোঁয়া বের করে নয়! পরিবেশবান্ধব উপায়ে ব্যাটারিচালিত বাইকে পৌঁছনো হবে গ্রাহকের অর্ডার। কার্বন নিঃসরণ কমাতে সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয়…

“Delivery goes green”। অর্থাৎ আর ধোঁয়া বের করে নয়! পরিবেশবান্ধব উপায়ে ব্যাটারিচালিত বাইকে পৌঁছনো হবে গ্রাহকের অর্ডার। কার্বন নিঃসরণ কমাতে সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় পিৎজা চেইন ডমিনোজ (Domino’s)। এ কাজে তারা ব্যবহার করবে রিভল্ট (Revolt)-এর ইলেকট্রিক মোটরসাইকেল RV300। রিভল্টের ইনভেন্টরিতে থাকা সমস্ত RV300 মডেল নিজেদের জিম্মায় নিচ্ছে ডমিনোজ। ভারতে ডমিনোজ পিৎজার ব্যবসা পরিচালনা করা জুবিল্যান্ট ফুডওয়ার্ক (Jubilant Foodwork)-এর জন্য বিশেষভাবে কাস্টমাইজ করা হবে সেগুলি। তাহলে কবে থেকে RV300-এর পুনরায় উৎপাদন শুরু হচ্ছে? এমন প্রশ্ন শুনে অবশ্য কোম্পানির জবাব, RV1 বলে নতুন ইলেকট্রিক বাইকের উপর কাজ শুরু হয়ে গিয়েছে। RV300-এর রিপ্লেসমেন্ট মডেল হিসেবে আসছে RV1। রিভল্টের RV400-এর থেকেও সাশ্রয়ী দামে আসবে এই ই-বাইক।

Revolt RV1 প্রোডাকশন

আগামী জানুয়ারি থেকে রিভল্ট আরভি১-এর উৎপাদন শুরু হবে। এবং সেই সময়েই বাজার থেকে বিদায় দেবে আরভি৩০০। ডমিনোজকে এগজিস্টিং ইনভেন্টরি বিক্রি করে সে কাজ কিছুটা এগিয়ে রাখলো সংস্থাটি।

Revolt RV1 ই-বাইকে শুধুমাত্র মেড-ইন-ইন্ডিয়া যন্ত্রাংশ ব্যবহার হবে

নতুন রিভল্ট আরভি১ ই-বাইক হরিয়ানার মানেসরে রিভল্টের কারখানায় তৈরি হবে। স্থানীয় বাজার থেকে বাইকটির সমস্ত যন্ত্রাংশ আমদানি হবে। যদিও এতদিন রিভল্ট তাদের বাইকের জন্য চীন থেকে যন্ত্রাংশ আমদানি করছিল, কিন্তু এখন রিভল্ট আরভি১-এর জন্য কেবলমাত্র মেড-ইন-ইন্ডিয়া যন্ত্রাংশ ব্যবহার করবে তারা। যার ফলে বাইকটির উৎপাদন খরচ কমে যাওয়ায়, সাধ্যের মধ্যে দাম নির্ধারণ করতে সুবিধা হবে।

উল্লেখ্য, ভারতের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল হিসেবে আত্মপ্রকাশ করেছিল RV300 ও RV400। তবে RV400 যে পরিমান জনপ্রিয়। সেই তুলনায় এন্ট্রি লেভেল মডেল RV300-এর চাহিদা নগণ্য। আর সে কারণেই সস্তা মডেল RV1 এনে RV300-কে বিদায় জানাতে চলেছে Revolt।

কেন্দ্রীয় সরকার ছাড়াও এখন বিভিন্ন রাজ্য সরকারের পৃথক বৈদ্যুতিক গাড়ি নীতির প্রণয়ন করছে। ফলাফল হিসেবে অতিরিক্ত ভর্তুকির সুবিধা পাচ্ছেন ব্যাটারিচালিত গাড়ি ক্রেতারা। সেইসব আর্থিক সুবিধা ও দেশে তৈরি হওয়া (লোকালাইজেশন) সমস্ত যন্ত্রাংশের ব্যবহারের কথা বিবেচনা করার পর বলা যায়, রিভল্ট আরভি১-এর দাম ৭০,০০০ থেকে ৭৫,০০০ টাকার কাছাকাছি রাখা হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন