EICMA 2021: Royal Enfield-এর নতুন 650 সিসি ক্রুজার আগামী মাসে আত্মপ্রকাশ করতে পারে

Royal Enfield তাদের ৬৫০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটির নতুন ক্রুজার বাইক খুব শীঘ্রই সামনে আনতে চলেছে। মিলানে ২৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত আয়োজিত হতে চলা…

Royal Enfield তাদের ৬৫০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটির নতুন ক্রুজার বাইক খুব শীঘ্রই সামনে আনতে চলেছে। মিলানে ২৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত আয়োজিত হতে চলা EICMA 2021 মোটরসাইকেল প্রদর্শনী অনুষ্ঠানে সেই ক্রুজার মডেলটির আত্মপ্রকাশ ঘটবে বলে মনে করা হচ্ছে।

নি:সন্দেহে বলা যায়, রয়্যাল এনফিল্ডের সবচেয়ে প্রিমিয়াম মোটরসাইকেল হিসেবে সেটির আবির্ভাব হবে। প্রতিযোগিতা চলবে Kawasaki Vulcan S-এর মতো জনপ্রিয় ক্রুজার মোটরসাইকেলের সাথে। EICMA 2021-এ রয়্যাল এনফিল্ড আরও কয়েকটি মোটরসাইকেল সামনে আনতে পারে বলেও মনে করা হচ্ছে।

রয়্যাল এনফিল্ডের ৬৫০ সিসি ক্রুজার মোটরসাইকেলের অফিসিয়াল নাম কি হবে, তা অজানা। যদিও মনে করা হচ্ছে, এটি Shotgun 660 নামে আসতে পারে। যেহেতু নামটি ভারতে ট্রেডমার্ক করা হয়েছে আবার বাইকওয়ালের রিপোর্টে বলা হয়েছে, ক্রুজারের নাম হবে ‘Super Meteor’৷ উল্লেখ্য, ৭০-এর দশকে রয়্যাল এনফিল্ড এই নাম ব্যবহার করে বাইক বাজারে ছেড়েছিল।

ওই আর্ন্তজাতিক মোটরসাইকেল প্রদর্শনী অনুষ্ঠানে Scram বলে একটি নতুন মোটরসাইকেল উন্মোচন করা হতে পারে, যা আসলে Himalayan অ্যাডভেঞ্চার বাইকের রোড-ফোকাসড ভার্সন। পাশাপাশি সেখানে স্ক্র্যাম্বলার স্টাইলের একটি বাইক প্রদর্শিত হতে পারে, যেটি Hunter 350 নামে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন