Royal Enfield Bullet 650: বাহুবলী অবতারে এন্ট্রি নেবে বুলেট, ৬৫০ সিসির সবথেকে সস্তা বাইক?

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) ভারতের অন্যতম প্রাচীনতম টু-হুইলার নির্মাতা। দেশ জুড়ে যাদের পরিচিতির অন্যতম হাতিয়ার হল...
SUMAN 17 Dec 2022 11:39 AM IST

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) ভারতের অন্যতম প্রাচীনতম টু-হুইলার নির্মাতা। দেশ জুড়ে যাদের পরিচিতির অন্যতম হাতিয়ার হল অসংখ্য রাইডারের পথ চলার আবেগ Bullet। দীর্ঘদিন ধরে রাইডারদের বিশ্বস্ত সঙ্গী হয়ে চলার পথ মসৃণ করেছে এই বাইকটি। বর্তমানে সংস্থা পুরনো আবেগ ধূমায়িত করতে একটি নতুন প্রজন্মের বুলেট ৩৫০ আনার জন্য তোরজোড় শুরু করেছে। পাশাপাশি ৬৫০ সিসির ইঞ্জিন সহযোগে Bullet হাজির করার প্রস্তুতি নিচ্ছে তারা। এই প্রতিবেদনে Royal Enfield Bullet 650-এর প্রসঙ্গে আলোকপাত করা হল।

সূত্রের খবর রয়্যাল এনফিল্ড বর্তমানে ৬৫০ সিসি প্ল্যাটফর্মের একাধিক মডেল নিয়ে কাজ করছে। বর্তমানে সংশ্লিষ্ট সেগমেন্টে মধ্যে Interceptor 650 ও Continental GT 650 বাজারে উপলব্ধ। এই একই ইঞ্জিনের ওপর ভিত্তি করে আরও সাতটি নতুন মডেল আনার পরিকল্পনা রয়েছে সংস্থার। যার মধ্যে একটি Bullet 650। যেটি অয়্যার স্পোক হুইলে ভিত্তি করে আসবে, যা বুলেটের নিজস্ব ঘরানা।

Royal Enfield Bullet 650 স্পেসিফিকেশন

Bullet 650 - তে থাকবে সিঙ্গেল পিস সিট এবং নিচের দিকে প্রতিস্থাপিত এগজস্ট পাইপ। এছাড়া এতে একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ট্রিপার নেভিগেশন ডিসপ্লে এবং ডুয়েল চ্যানেল এবিএস-এর দেখা মিলতে পারে। চালিকাশক্তি জোগাতে এতে থাকবে একটি ৬৪৮ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন। যা Interceptor 650 ও Continental GT 650-এও উপলব্ধ। ইঞ্জিনের আউটপুট ৪৭ বিএইচপি এবং ৫২ এনএম টর্ক। সাসপেনশন হিসেবে সামনে ইউএসডি ফর্ক এবং পেছনে টুইন শক অ্যাবজর্ভার থাকবে। ব্রেকিংয়ের জন্য দু’চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হবে।

Royal Enfield Bullet 650 লঞ্চের সময়সূচী

বর্তমানে রয়্যাল এনফিল্ডের লঞ্চের তালিকায় একাধিক মোটরসাইকেল মুখিয়ে রয়েছে। এর মধ্যে যেমন ৬৫০ সিসির মডেল রয়েছে, পাশাপাশি ৩৫০ ও ৪৫০ সিসির মোটরসাইকেলও বর্তমান। তাই এখনই বুলেট ৬৫০-এর বাজারে হাজির হওয়ার সময় সম্পর্কে নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়। তবে অনুমান করা হচ্ছে ২০২৪-এ লঞ্চ হতে পারে বাইকটি। এর দাম ৩.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হতে পারে। ফলে দেশের সবচেয়ে সস্তা ৬৫০ সিসির বাইকের তমকা পেতে পারে এটি।

Show Full Article
Next Story