চোখধাঁধানো জৌলুস, Royal Enfield Classic এর রূপান্তর হার্টবিট বাড়িয়ে দিচ্ছে
বাইক কাস্টমাইজ করে এমন সংস্থাগুলির কাছে Royal Enfield Classic 350 বরাবর একটি অতি পছন্দের মডেল। বাইকটির রেট্রো ডিজাইন এবং...বাইক কাস্টমাইজ করে এমন সংস্থাগুলির কাছে Royal Enfield Classic 350 বরাবর একটি অতি পছন্দের মডেল। বাইকটির রেট্রো ডিজাইন এবং জৌলুসের কারণে এতে যে কোনো ধরনের স্টাইল ফুটিয়ে তোলা যায়। সম্প্রতি তেমনই একটি মডিফায়েড ক্লাসিক ৩৫০-এর দেখা মিলেছে। যার নয়া রূপদান করেছে নীভ মোটরসাইকেলস নামক এক প্রতিষ্ঠান। কাস্টমাইজড বাইকটির নাম দেওয়া হয়েছে ‘ডিভাইন’।
নতুন অবতারে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এ ববার স্টাইল ফুটিয়ে তোলা হয়েছে। যার বডি প্যানেলে গোল্ডেন ফিনিশ নজরকাড়ার জন্য যথেষ্ট। নীভ কাস্টমাইজেশনের জন্য একটি বর্তমান প্রজন্মের ক্লাসিক ৩৫০ ব্যবহার করেছে। সংক্ষিপ্ত নক্শা থাকার কারণে এই বাইকটির ডিজাইনে অদলবদল ঘটানো সহজ।
নতুন মডেলটির সুইং আর্ম এবং হুইলবেস বাড়ানো হয়েছে। তবে হুইলে কোন পরিবর্তন ঘটানো হয়নি। মাটি থেকে সিটের উচ্চতা কমিয়ে আনা হয়েছে। ক্রোম স্পোক রিম, ফর্ক ব্ল্যাক দ্বারা ফিনিশিং এবং এতে চাংকি বেলুন টায়ার দেওয়া হয়েছে। নতুন হেডল্যাম্প এবং টার্ন ইন্ডিকেটর নজরে পড়েছে।
এছাড়া আগের চাইতে বড় ফুয়েল ট্যাঙ্কে গোল্ডেন ফিনিশ শোভা বাড়িয়েছে। সার্বিকভাবে বাইকটি কালো রঙের। নিচু সিটটি লেদার দ্বারা আবৃত। সিটের নিচের সাথে টেল ল্যাম্পটি সংযুক্ত। এর সাথে রয়েছে রিয়ার টার্ন ইন্ডিকেটর। ইঞ্জিনেও কোন পরিবর্তন ঘটানো হয়নি। কাস্টম বিল্ট এগজস্ট পাইপে ব্ল্যাক পেইন্ট দেওয়া হয়েছে। দু’চাকায় রয়েছে ডিস্ক ব্রেক এবং কাস্টম ফেন্ডার।