Royal Enfield Classic মডিফাই করে বানানো হল ভিন্টেজ বাইক, দেখলেই চালাতে ইচ্ছা করবে
মোটরসাইকেল কাস্টমাইজেশনের প্রসঙ্গে এলেই সর্বাগ্রে যে সংস্থার বাইকের নাম মাথায় আসে, তা হল রয়্যাল এনফিল্ড (Royal...মোটরসাইকেল কাস্টমাইজেশনের প্রসঙ্গে এলেই সর্বাগ্রে যে সংস্থার বাইকের নাম মাথায় আসে, তা হল রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। এদের বাইকগুলির যেমন খুশি রূপদান করতে পারার সুবিধার জন্যই এত কদর। যেমন এবারে একটি Royal Enfield Classic 500-কে মডিফাই করে ‘ভিন্টেজ’ ক্রুজার বাইকে পরিণত করা হল। যেই কাজটি করেছে এইমর কাস্টমস নামক এক প্রতিষ্ঠান। যারা মডিফায়েড বাইকটির নামকরণ করেছে ‘আল্লুরা’ (Allura)। এই নাম রাখার পিছনে তাদের দাবি, যে কাউকে আকর্ষণ করার ক্ষমতা রয়েছে এর।
এইমর কাস্টমস ২০১৩ সালে কেনা একটি রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৫০০ মডেল মডিফাই করার জন্য হাতে পেয়েছিল। বাইকের মালিক দীর্ঘদিন ধরেই সেটিকে নিজের পথ চলার সঙ্গী হিসেবে ব্যবহার করেছেন। ৫ বছরে ৫,০০০ কিলোমিটার পথ চালিয়েছেন। এবারে স্বাদ পরিবর্তনের জন্য মডিফাই করানোর সিদ্ধান্ত নেন। বাইকটির উচ্চতা কমানোর পাশাপাশি নতুন লুক ও ফিল দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি।
বাইকটিতে পুরনো দিনের ক্রুজার লুক ফুটিয়ে তোলা হয়েছে। ডিজাইনের দিক থেকে আইকনিক মার্কিন ব্র্যান্ড ইন্ডিয়ান মোটরসাইকেলের অনুপ্রেরণা লক্ষ্য করা যায়। বড় মাডগার্ড, ১৬ ইঞ্চি স্পোক হুইল এবং ১২০-সেকশন টায়ার উপস্থিত এতে। পুরনো হেডলাইট কেসিংয়ের বদলে দেওয়া হয়েছে একটি ছোট গ্রিলযুক্ত হেডল্যাম্প। আবার স্পিডোমিটারটির জন্য আলাদা কেসিং এবং ফুয়েল গজ আছে। ইগনিশন ব্যবস্থাটি ডানদিকে একটি ডিম্বাকৃতি বক্সের মধ্যে প্রতিস্থাপিত করা হয়েছে। আবার টার্ন ইন্ডিকেটর এবং টেইল ল্যাম্পেও পরিবর্তন নজরে পড়ে।
সুন্দর ডিজাইনের ট্যাঙ্ক সহ বাইকটির রাইডার এবং পিলিয়ন – দুই সিটের নিচেই স্প্রিং দিয়েছে এইমর কাস্টমস। মাডগার্ডের সাথে মিল রেখে পিলিয়ন ব্যাকরেস্ট এবং নতুন এগজস্ট রাখা হয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় হল আল্লুরা-র চমকদার পেইন্ট স্কিম। যা যে কারোর নজর কাড়বেই। এর ফুয়েল ট্যাঙ্কটি ভিন্টেজ স্টাইলের গোল্ড লিফ সহ গ্লসি ফিনিশড। দেহের বাদবাকি অংশ ম্যাট জেট ব্ল্যাক কালারে ফুটিয়ে তোলা হয়েছে।