Royal Enfield সকলকে চমকে দিয়ে 67,990 টাকায় Classic 500 লঞ্চ করল

বাজারে আচমকাই হাজির হল Royal Enfield Classic 500। বছর দুই আগে বন্ধ হয়ে যাওয়ার পর ৫০০ সিসি ক্লাসিক নতুন করে লঞ্চের খবরটা...
SUMAN 21 Nov 2022 11:32 AM IST

বাজারে আচমকাই হাজির হল Royal Enfield Classic 500। বছর দুই আগে বন্ধ হয়ে যাওয়ার পর ৫০০ সিসি ক্লাসিক নতুন করে লঞ্চের খবরটা চমকানোর মতোই! তবে যেমনটা ভাবছেন, আসলে তা নয়। এটি আদতে একটি রেপ্লিকা। দেখতে অবিকল আসল রয়্যাল এনফিল্ড ক্লাসিকের ন্যায়। আকার না বলে দিলে ছবি দেখে যে কেউ একদম আসল বলে ভুল করবেন। আবার মিনিয়েচর Classic 500-র দাম শুনলেও চোখ কপালে ওঠার জোগাড়। এটি গোয়াতে অনুষ্ঠিত সংস্থার ‘রাইডার ম্যানিয়া’ থেকেই শুধুমাত্র কেনা যাচ্ছিল। যা গতকালই শেষ হয়েছে। নির্দিষ্ট সংখ্যায় নির্মিত এই খেলনা মোটরসাইকেলটি পরবর্তীতে কোথা থেকে কেনা যাবে সে সম্পর্কে কোনো বার্তা দেয়নি চেন্নাইয়ের সংস্থা।

১:৩ আনুপাতিক হারে তৈরি হওয়া Classic 500-এর প্রতিরূপ মডেলটির মূল্য ৬৭,৯৯০ টাকা। ধার্য করা হয়েছে। যেই দামে সহজেই Hero MotoCorp, Bajaj এবং TVS-এর একটি এন্ট্রি-লেভেল বাইক কেনা যায়। আবার দামের বিচারে Classic 350-র চাইতে এটি এক তৃতীয়াংশের বেশি মূল্যবান। সম্পুর্ণ হাতে তৈরি এই খেলনা মোটরসাইকেলের ওজন ৮.৫ কেজি। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে ৭৮০ মিমি, ৩৮০ মিমি এবং ২৬১ মিমি।

রয়্যাল এনফিল্ড Classic 500-এর আদলে নির্মিত মোটরবাইকটির কতগুলি মডেল তৈরি করবে, তাও স্পষ্টভাবে জানায়নি। এক সাক্ষাৎকারে সংস্থাটি জানিয়েছে, এই পুঁচকে মোটরসাইকেলটি ২৫০টি ভিন্ন যন্ত্রাংশ জুড়ে নির্মাণ করা হয়েছে। এমনকি এর ফুয়েল ট্যাঙ্ক ও বডি প্যানেলের ফিনিশিং অরিজিনাল মডেলটির অনুরূপ। এর ফিচারের তালিকায় রয়েছে ফ্রন্ট এবং রিয়ার সাসপেনশন, থ্রটেল গ্রিপ, ব্রেক এবং ক্লাচ লিভার।

https://youtu.be/nMye5NhIkIg

তবে ছোট Classic 500-তে কোনো রিয়ার ভিউ মিরর নজরে পড়েনি। এতে দেওয়া হয়েছে টিয়ার ড্রপ ট্যাঙ্ক, সিঙ্গেল সিলিন্ডার ইউনিট কনস্ট্রাকশন ইঞ্জিন, এবং ক্রোম ফিনিশড রিয়ার শক ও সিটের স্প্রিং। আসল বাইকের মত এই প্রতিরূপ মডেলটিও বিভিন্ন রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে। যেমন – রেডিচ রেড, টিল গ্রীন, ক্রোম ব্ল্যাক, গান গ্রে, মেরুন ক্রোম, ব্যাটেল গ্রীন, ডেজার্ট স্টর্ম এবং জেট ব্ল্যাক।

Show Full Article
Next Story