Royal Enfield Classic 650: রয়্যাল এবার সবথেকে শক্তিশালী ক্লাসিক লঞ্চ করবে, দাম কত পড়বে

এদেশের অন্যতম জনপ্রিয় বাইক নির্মাতা হিসাবে রয়্যাল এনফিল্ড দীর্ঘ কয়েক দশক যাবত অসাধারণ সব মডেল আমাদের উপহার দিয়েছে।...
techgup 22 Dec 2022 2:13 PM IST

এদেশের অন্যতম জনপ্রিয় বাইক নির্মাতা হিসাবে রয়্যাল এনফিল্ড দীর্ঘ কয়েক দশক যাবত অসাধারণ সব মডেল আমাদের উপহার দিয়েছে। নিজ প্রতিভায় ভর করে জন্ম হয়েছে বুলেটের, যা এক আলাদা ভালোবাসার স্থানে বসিয়েছে চেন্নাইয়ের এই সংস্থাকে। এই বাইকের সেই গুরুগম্ভীর এগজস্ট সাউন্ডের মন্ত্রমুগ্ধ অনুরাগী আমরা অনেকেই। বুলেটের এই নির্মাতা পরবর্তীতে স্ট্যান্ডার্ড, ক্লাসিক সহ তার অনেক সংস্করণ এনেছে বাজারে। এরপরেই ঘটে আরও এক নবজাগরণ। রয়্যাল এনফিল্ড ক্লাসিক হয়ে ওঠে তাদের এক অন্য পরিচয়।

আগামীতে ৬৫০ সিসির বাইক এই ক্লাসিক নামের ছত্রছায়াতেই লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে তারা। নিঃসন্দেহে বলা যায় এই নতুন বাইকের নাম হতে চলেছে বুলেট ক্লাসিক ৬৫০। কী কী বৈশিষ্ট্য থাকতে পারে এতে? তার কিছু তথ্য রইল এই প্রতিবেদনে।

বর্তমানে বাজার কাঁপানো ক্লাসিক ৩৫০-র থেকে আরও শক্তিশালী চেহারায় বাজারে আসবে বুলেট ক্লাসিক ৬৫০। নামের থেকেই স্পষ্ট এতে ব্যবহার করা হবে ৬৪৮ সিসির টুইন সিলিন্ডার ইঞ্জিন যা থেকে উৎপন্ন হওয়া সর্বোচ্চ পাওয়ার ও টর্ক আউটপুট যথাক্রমে ৪৭ বিএইচপি ও ৫২ এনএম। শক্তিশালী ইঞ্জিন ছাড়াও এই বাইকটি মূলত মাইলের পর মাইল রাস্তা আরামদায়কভাবে ক্রুজ করার জন্য উপযুক্ত হয়ে উঠবে।

এমনিতেই ক্লাসিক সিরিজের বাইকগুলি বরাবরই আরামপ্রিয় হিসাবেই নাম কামিয়েছে। তাই উন্নত সাসপেনশন সেটআপ হিসাবে স্বাভাবিকভাবেই সামনের চাকায় ইউএসডি ফর্ক ও পিছনে টুইন শক অ্যাবজর্ভার লাগানো থাকবে। Interceptor এবং Continental GT থেকে নেওয়া একই ইঞ্জিন ও প্লাটফর্ম ব্যবহার করা হবে এতে। তবে এই দুইয়ের স্পোর্টস লুকের থেকে খানিকটা দূরে সরে ক্লাসিক ৬৫০-এ রেট্রো স্টাইলের ক্রুজার লুক থাকবে বলেই মনে করা হচ্ছে।

পাশাপাশি রাইডারের সুরক্ষার্থে ডুয়েল চ্যানেল এবিএস থাকবে এতে। সাবেকিয়ানাকে মান্যতা দিতে স্পোক যুক্ত চাকা, গোলাকার হেড ল্যাম্প এবং বুলেটে থাকা গোলাকার ডটের মত পার্কিং লাইট নিঃসন্দেহে একে অন্য মাত্রা যোগাবে। এগুলি ছাড়াও একটানা লম্বা সিট, নিচু করা এগজস্ট পাইপ, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ট্রিপার নেভিগেশন এবং ডুয়েল চ্যানেল এবিএস এর মত অত্যাধুনিক বৈশিষ্ট্য থাকার সম্ভাবনা প্রবল। বাইকটির এক্স-শোরুম দাম তিন লাখা টাকার আশেপাশে থাকবে বলে অনুমান।

Show Full Article
Next Story