Super Meteor স্রেফ ট্রেলার, এবার 450-650 সিসির একঝাঁক নয়া বাইক লঞ্চ করবে Royal Enfield

ইতালির মিলানে চলতি EICMA প্রদর্শনীতে ৮ নভেম্বর আত্মপ্রকাশ করেছে Royal Enfield Super Meteor 650। এছাড়াও আরও দুটি ৬৫০...
SUMAN 12 Nov 2022 4:02 PM IST

ইতালির মিলানে চলতি EICMA প্রদর্শনীতে ৮ নভেম্বর আত্মপ্রকাশ করেছে Royal Enfield Super Meteor 650। এছাড়াও আরও দুটি ৬৫০ সিসির কাস্টমাইজড স্ক্র্যাম্বলার মোটরসাইকেলের ঝলক দেখিয়েছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। একইসাথে আরও বেশকিছু মডেল লঞ্চের জন্য জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে তারা। বর্তমানে চেন্নাইয়ের সংস্থার লঞ্চের তালিকায় রয়েছে ৩৫০, ৪৫০ ও ৬৫০ সিসির একাধিক মডেল। যা নিয়ে এতদিন বুলেটপ্রেমীদের মধ্যে কৌতুহল দানা বাঁধলেও শেষমেশ এবারে তাতে সীলমোহর দিল সংস্থা।

রয়্যাল এনফিল্ডের ইউরোপে বাজারে ব্যবসায়িক প্রধান অরুণ গোপাল বলেছেন, “আমাদের রেঞ্জ আরও বৃদ্ধি পাবে। এই সম্পর্কে এখনই নির্দিষ্টভাবে বলা কঠিন কিন্তু আসন্ন মডেলগুলি নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে। আবার এদের নতুন ভ্যারিয়েন্টও থাকছে। আমরা আমাদের বর্তমান প্ল্যাটফর্মগুলি আরও দ্রুত প্রসারিত করবো।”

গোপালের কথায়, “আমি বলতে পারি পরবর্তী ১২ মাসের মধ্যে আমাদের একটি সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে থাকা উচিত।” এমনকি তিনি জানান, একাধিক নতুন মোটরসাইকেল যেমন ৬৫০ সিসি প্ল্যাটফর্মের মধ্যে Super Meteor 650, Shotgun এবং অন্যান্য মডেল লঞ্চ করা হবে। আবার সেই তালিকায় রয়েছে নতুন প্রজন্মের Bullet এবং ৪৫০ সিসির অফ-রোডার Himalayan 450।

আবার গোপাল জানান, রয়্যাল এনফিল্ডের আসন্ন নতুন মডেলগুলি বিশ্ববাজারে পদার্পণের পূর্বে সবার প্রথমে ভারতের মাটিতে পা রাখবে। এদেশের রাস্তায় বর্তমানে সংস্থাটি একাধিক মডেলের টেস্ট রান চালাচ্ছে। যার মধ্যে রয়েছে নতুন প্রজন্মের Bullet 350।

প্রসঙ্গত, নতুন Super Meteor 650 এদেশে রয়্যাল এনফিল্ড রাইডার ম্যানিয়া শো-তে আত্মপ্রকাশ করবে বলে খবর। যা সামনের বছরের শুরুতে লঞ্চ হতে পারে। স্ট্যান্ডার্ড এবং টুরিং – এই দুটি ভ্যারিয়েন্টে আসবে মোটরসাইকেলটি। এর ৬৪৮ সিসি প্যারালাল টুইন-সিলিন্ডার ইঞ্জিন থেকে ৪৭ পিএস এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হবে। এর ৬-স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত একটি স্লিপ অ্যাসিস্ট ক্লাচ।

Show Full Article
Next Story