Royal Enfield Constellation: রয়্যাল এনফিল্ড ষাটের দশকের সুপারবাইককে আধুনিক অবতারে ফেরাচ্ছে? তুঙ্গে জল্পনা

ইদানিং সময়টা বেশ ভাল যাচ্ছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর। নয়া J প্ল্যাটফর্ম নির্ভর Meteor 350 ও নতুন প্রজন্মের...
SHUVRO 2 March 2022 11:33 AM IST

ইদানিং সময়টা বেশ ভাল যাচ্ছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর। নয়া J প্ল্যাটফর্ম নির্ভর Meteor 350 ও নতুন প্রজন্মের Classic 350 যেমন চূড়ান্ত হিট, তেমনই আর্ন্তজাতিক বাজারে 650 Twins-এর জনপ্রিয়তা উর্দ্ধমুখী। ফলে আত্মবিশ্বাসী রয়্যাল এনফিল্ড নতুন মোটরসাইকেল নিয়ে পরীক্ষানিরীক্ষা এবং সেগুলি বাজারে আনতে কার্পণ্য বোধ করছে না। প্রতি ত্রৈমাসিকে একটি নতুন মডেল লঞ্চ করবে বলে আগেই নিশ্চিত করেছে সংস্থা। আবার সুদূর ভবিষ্যতে আত্মপ্রকাশ করতে চলা রয়্যাল এনফিল্ডের মোটরবাইকের নাম কি হবে, তার আভাস এখনই পাওয়া গেল।

Royal Enfield ফেব্রুয়ারিতে Constellation নামটির জন্য আবেদন করেছে

রয়্যাল এনফিল্ডের মূল সংস্থা আইশার মোটরস (Eicher Motors) গত ১০ ফেব্রুয়ারি কনস্টালেশন নামটির জন্য নথিভুক্তকরণ সেরে রেখেছে। এখন অ্যাপ্লিকেশনটির স্ট্যাটাস দেখাচ্ছে 'ফরমালিটিস চেক পাস।' অর্থাৎ সঠিক ভাবেই আবেদন করা হয়েছে৷ যদিও ভারতে সেই নাম ব্যবহারের অধিকার এখনও তারা পায়নি। অনুমতি পাওয়া কিছুটা সময়সাপেক্ষ।

Royal Enfield Constellation 700

সাত দশকেরও বেশি সময় আগে কনস্টালেশন ৭০০ বলে একটি মোটরসাইকেল উত্তর আমেরিকায় নিয়ে এসেছিল রয়্যাল এনফিল্ড। ১৯৫৮ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত যা বাজারে উপলব্ধ ছিল। একে সে যুগের প্রথম সুপারবাইক আখ্যা দিয়েছিল ভক্তরা। যদিও বাইকটির ৬৯২ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন খুব ভরসা অর্জন করতে পারেনি। তবে রয়্যাল এনফিল্ডের কনস্টালেশনকে সাধারণত ইন্টারসেপ্টরের পূর্বসূরি হিসাবে গণ্য করা হয়।

Royal enfield Constellation trademark filed

প্রতিষ্ঠার ১২০ বছর অতিক্রান্ত হওয়ার পরও এখনও সাবেকি ও ঔতিহ্যবাহী ডিজাইন নিয়ে আঁকড়ে পড়ে আছে রয়্যাল এনফিল্ড। পুরনো ধ্যানধারণাকে নতুনের মোড়কে আনতে তাদের জুরি মেলা ভার। কন্টিনেন্টাল জিটি, মিটিওর, ক্লাসিক, এবং আপকামিং শটগান ও সুপার মিটিওর তার জ্বলজ্যান্ত উদাহরণ। এত পুরনো মোটরসাইকেলের নামের জন্য নতুন করে নাম নথিভুক্তিকরণের পথে সংস্থার অগ্রসর হওয়ার পশ্চাৎে দু'টি সম্ভাবনার কথা উঠে আসছে।

প্রথমত, রয়্যাল এনফিল্ড কনস্টালেশন একটি সম্পূর্ণ নতুন ৬৫০ সিসি মোটরসাইকেলের নাম হতে পারে বলে প্রতীয়মান হচ্ছে। সম্প্রতি ইউরোপে ক্লাসিকের আসন্ন ৬৫০ সিসি অবতারের রোড-টেস্টিং শুরু হয়েছে। ফলে ভবিষ্যতে সংস্থার ক্লাসিক ৬৫০ এবং কনস্টালেশন ৬৫০ এর সহাবস্থান বাইকপ্রেমীদের মধ্যে যে চরম উদ্দীপনা সৃষ্টি করবে, তা বলার অপেক্ষা রাখে না।

দ্বিতীয়ত, ৬৫০ টুইনস (ইন্টারসেপ্টর ও কন্টিনেন্টাল জিটিকে সম্মিলিতভাবে ডাকা হয়)-এর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আরও আধুনিক হয়ে আসতে পারে রয়্যাল এনফিল্ড কনস্টালেশন। সে ক্ষেত্রে এতে কিছুটা মর্ডান ডিজাইন, অ্যালয় হুইল এবং উন্নত সাসপনেশন সেটআপ থাকতে পারে।

চলতি বছর রয়্যাল এলফিল্ড স্ক্র্যাম ৪১১, সুপার মিটিওর ৬৫০, হান্টার ৩৫০, এবং শটগান ভারত-সহ বিশ্ববাজারে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অনুমান, কনস্টালেশন মডেলটি ২০২৩-এর শেষলগ্নে বা ২০২৪-এর শুরুতে আত্মপ্রকাশ করবে। রয়্যাল এনফিল্ডপ্রেমীদের নিশ্চয় আর তর সইছে না! ঠিক বললাম তো?

Show Full Article
Next Story