Royal Enfield ভিন্ন পথে হেঁটে এবার রেসিং বাইক বাজারে আনতে পারে, লঞ্চের আগে ফাঁস ছবি!
ভারতের রেট্রো বাইকের আইকনিক নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর উদ্যমে যেন প্লাবন এসেছে। বিশেষত ২০২২ শুরু হওয়ার...ভারতের রেট্রো বাইকের আইকনিক নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর উদ্যমে যেন প্লাবন এসেছে। বিশেষত ২০২২ শুরু হওয়ার পর থেকে একের পর এক নতুন বাইক লঞ্চ করেছে তারা। আবার আগামী ক'মাসের মধ্যে আত্মপ্রকাশ করতে চলেছে এমন বাইকের সংখ্যা প্রায় ৫-৬টি। যার মধ্যে রয়েছে বিভিন্ন সেগমেন্টের মডেল। যেমন Bullet 350, Himalayan 450 এবং নতুন ৬৫০ সিসির ক্রুজারের নাম নেওয়া যায়। তবে এবারে ভারতের রাস্তায় চেন্নাইয়ের সংস্থাটিকে সম্পূর্ণ একটি নতুন বাইকের ট্রায়াল চালাতে দেখা গেল। ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে এটি RE Continental GT 650-এর ফুল ফেয়ার্ড মডেল।
নতুন বাইকটিতে রয়েছে রিমোট অ্যাডজাস্টার সহ ট্যুইন রিয়ার শক সাসপেনশন। যা থেকে অনুমান করা হচ্ছে রয়্যাল এনফিল্ড তাদের রেসিং বাইক GR-R 650-এর রোড গোয়িং ভার্সন Continental GT 650-এর উপর ভিত্তি করে আনতে চলেছে। স্পাই ছবিতে মোটরসাইকেলটির ফুল সেট ফেয়ারিংয়ের জন্য একটি ছোট ফ্রন্ট মাউন্টেড ফেয়ারিং উপস্থিত।
RE Continental GT 650 কেনার পর বহু ক্রেতাকেই তাতে ফুল-ফেয়ারিং কিট লাগাতে দেখা গেছে। তবে আপকামিং মডেলটি ফ্যাক্টরি ফিটেড ফুল-ফেয়ারিং কিট সহ রেডি হয়ে বাজারে আসবে বলেই আশা করা হচ্ছে। স্পট করা মডেলটিতে বার এন্ড মিরর দেওয়া হয়েছে। কারিগরি দিক থেকে বাইকটি Continental GT 650-এর স্ট্যান্ডার্ড মডেলের সমতুল্য।
অন্যদিকে, Continental GT 650-এর কেবল ফেয়ার্ড মডেলটিই নয়, পাশাপাশি এর অ্যালয় হুইল যুক্ত ভার্সনেরও ট্রায়াল চালাচ্ছে রয়্যাল এনফিল্ড। মনে করা হচ্ছে সংস্থাটি তাদের বিদ্যমান ৬৫০ সিসি মোটরসাইকেলের আপডেট ভার্সনে এটি সংযোজিত করতে পারে। এই লাইনআপে RE Shotgun 650, Super Meteor 650 এবং একটি ৬৫০ সিসির Classic বাইক আনার জন্য তোরজোড় শুরু করেছে রয়্যাল এনফিল্ড।