লঞ্চের আগে Royal Enfield Himalayan 450-কে আরও কাছ থেকে দেখা গেল, সবাইকে চমকে দেবে হিমালয়ানের এই শক্তিশালী ভার্সন

২০২২ শুরু হওয়ার পর থেকে আইকনিক ক্রুজার মোটরসাইকেল নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর এক দন্ডও স্বস্তি নেই।...
SUMAN 26 Aug 2022 2:58 PM IST

২০২২ শুরু হওয়ার পর থেকে আইকনিক ক্রুজার মোটরসাইকেল নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর এক দন্ডও স্বস্তি নেই। পরপর লঞ্চ দিয়ে গ্রাহকদের উদ্দীপনায় এতোটুকু ভাটা পড়তে দিতে নারাজ সংস্থা। এবারে চেন্নাইয়ের সংস্থাটি আরও বড় ইঞ্জিনের সাথে Himalayan 450 আনতে তোরজোড় শুরু করেছে। উল্লেখ্য, বর্তমানে ভারতে ৪১১ সিসির সাথে Himalayan উপলব্ধ। তবে এবারে সংস্থার নজর বড় ইঞ্জিনের দিকে। কিছুদিন আগেই ৪৫০ সিসির হিমালয়ানকে ব্রিটেনের রাস্তায় টেস্ট রান চালাতে দেখা গেছে। এবারে ভারতের রাস্তাতেও এবারে বাইকটির পরীক্ষা চলাকালীন দর্শন মিলেছে। পাশাপাশি সংস্থার সিইও সিদ্ধার্থ লাল ইনস্টাগ্রামে বাইকটির টিজার প্রকাশ করেছেন। যা ভারতে Royal Enfield Himalayan 450-এর লঞ্চকেই ইঙ্গিত করে।

অনুমান করা হচ্ছে, ২০২৩-এ বাজারে পা রাখতে পারে অ্যাডভেঞ্চার ট্যুরার মডেলটি। ছবি দেখে মনে করা হচ্ছে, টেইল ল্যাম্পের সাথে টার্ন ইন্ডিকেটর সংযুক্ত। যা BMW Motorrad-এর মোটরসাইকেলেও দেখা যায়। ছোট ভাই Himalayan 411-এর মতো এতেও ডুয়েল পারপাস টায়ার দেওয়া হতে পারে। তবে এর ট্যাঙ্কটি আরও বড়। তাই ফুল ট্যাঙ্ক পেট্রোলে আরও বেশি রেঞ্জ মিলবে বলেই আশা করা যায়। Himalayan 450-এর ফুয়েল ট্যাঙ্কের সামনের অংশের ডিজাইন এক্সোস্কেলিটনের ন্যায়। মোটরসাইকেলটি কোনোভাবে মাটিতে পড়ে গেলে যা রক্ষা করবে। আবার এর এক্সোস্কেলিটনের সাথে মাউন্ট অফার করা হবে, যেখানে রাইডার জেরি ক্যান ফিট করতে পারবেন।

বাইকটিতে উপস্থিত একটি গোলাকৃতি এলইডি হেডল্যাম্প, উইন্ডশিল্ড এবং পাখির ঠোঁটের ন্যায় মাডগার্ড। ইঞ্জিনকে ধুলোবালির হাত থেকে রক্ষা করতে একটি বেসপ্লেট দ্বারা আবৃত করা হয়েছে। সাসপেনশনের জন্য দেওয়া হয়েছে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক। ব্রেকিং ডিউটি সামলাবে দু’চাকার ডিস্ক ব্রেক। এছাড়া এতে ডুয়েল চ্যানেল এবিএসের সাথে সুইচেবল এবিএস অফার করবে রয়্যাল এনফিল্ড।

Royal Enfield Himalayan 450-এ উপস্থিত একটি ৪৫০ সিসি লিকুইড কুল্ড অত্যাধুনিক মিল। যা থেকে সর্বোচ্চ ৪৫ এইচপি শক্তি উৎপন্ন হতে পারে। আবার ইঞ্জিনটি নতুন ভাবে টিউন করে ৪০ এইচপি আউটপুট দিতে পারে রয়্যাল এনফিল্ড। স্লিপ এবং অ্যাসিস্ট ক্লাচ যুক্ত ৬-স্পিড গিয়ারবক্স সহ আসবে বাইকটি।

Show Full Article
Next Story