Royal Enfield Himalayan এবার 450cc অবতারে বাজারে আসছে, লঞ্চের আগেই ছবি ফাঁস

Royal Enfield Himalayan অ্যাডভেঞ্চার মোটরসাইকেল হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে। যার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। যত দিন যাচ্ছে, এই সংখ্যাটি বেড়েই চলেছে। তবে এর…

Royal Enfield Himalayan অ্যাডভেঞ্চার মোটরসাইকেল হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে। যার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। যত দিন যাচ্ছে, এই সংখ্যাটি বেড়েই চলেছে। তবে এর দামের কথা বিবেচনা করে মধ্যবিত্তের নাগালের মধ্যে এই অফরোড বাইকটির রোড-বায়াসড ভার্সন, নিয়ে আসতে চলেছে সংস্থাটি। পাশাপাশি এবার Himalayan-এর আরো শক্তিশালী একটি মডেল নিয়ে আসার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে Royal Enfield। বাইকটির নাম জানেন? তা হল Royal Enfield Himalayan 450, যে মডেলটির উপর থেকে ২০২৩-এর শুরুতেই পর্দা সরানো হবে বলে খবর। তবে নেট মাধ্যমে ইতিমধ্যেই এর ছবি ফাঁস হয়েছে। আসুন আসন্ন অ্যাডভেঞ্চার টু-হুইলারটির স্পেসিফিকেশন, ফিচার, ইঞ্জিন, হার্ডওয়্যার ও দাম জেনে নেওয়া যাক।

Royal Enfield Himalayan 450 : স্পেসিফিকেশন ও ফিচার

কে১ (K1) নামক সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হবে রয়্যাল এনফিল্ড হিমালায়ান ৪৫০ (Royal Enfield Himalayan 450)। কোম্পানির দ্বিতীয় অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটিতে রয়েছে একটি স্টিলের ট্রেলিস ফ্রেম, কিয়ৎ পরিমাণ বডিওয়ার্ক, একটি ফ্ল্যাট সিট, ইঞ্জিন ব্যাস প্লেট, আপ-সোয়েপ্ট এগজস্ট, একটি হাই ফ্রন্ট ফেন্ডার এবং একটি ফ্লাইস্ক্রীন।

এছাড়াও উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে এতে আছে, ওয়্যার স্পোক হুইল, গোলাকৃতি হেডলাইট, হ্যান্ড গার্ড সহ হাই সেট হ্যান্ডেল বার, মিড মাউন্টেড ফুট পেগ এবং একটি ব্যাক কেরিয়ার।

Royal Enfield Himalayan 450 : ইঞ্জিন

ইঞ্জিনের কথা বলতে গেলে রয়্যাল এনফিল্ড হিমালায়ান ৪৫০ (Royal Enfield Himalayan 450)-এ দেওয়া হতে পারে ৪৫০ সিসি-র কাছাকাছি ডিসপ্লেসমেন্টের পাওয়ারট্রেন। যাতে থাকবে সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড বৈশিষ্ট্য। অনুমান করা হচ্ছে এর ইঞ্জিনটি থেকে পাওয়া যাবে ৪০ বিএইচপি শক্তি। যদিও এর থেকে উৎপন্ন টর্ক প্রসঙ্গে কোনো ধারণা করা যাচ্ছে না।

Royal Enfield Himalayan 450 : হার্ডওয়্যার

শক্তিশালী অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটির সামনে ২১ ইঞ্চির পেছনে ১৭ ইঞ্চির হুইল দেওয়া হয়েছে, যা একটি অ্যাডভেঞ্চার মেশিনের জন্য আদর্শ। শোনা যাচ্ছে এর অয়ার স্পোক হুইলে দেওয়া থাকতে পারে টিউবলেস টায়ার। এছাড়া অন্যান্য অ্যাডভেঞ্চার মোটরবাইকের মত হিমালায়ান ৪৫০ (Himalayan 450)-এ দীর্ঘ ট্রাভেল সাসপেনশনের দেখা মিলবে। এর সামনে ইউএসডি ফোর্ক এবং পেছনে মোনোশক সাসপেনশন আছে। অন্যদিকে আগের তুলনায় আরও বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স সহ আসতে পারে বাইকটি।

Royal Enfield Himalayan 450 : দাম

Himalayan 450-এর দাম ২.৭০ লক্ষ থেকে -২.৮০ লক্ষ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি রাখা হতে পারে। ২০২৩ সালে বাইকটি বাজারে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে৷