Royal Enfield Himalayan তিনটি নতুন রঙে ডানা মেলে আত্মপ্রকাশ করল

একের পর এক চমক নিয়ে হাজির এই বছরের রাইডার ম্যানিয়া ইভেন্ট, যার উদ্যোক্তা আইকনিক রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। গত...
techgup 21 Nov 2022 5:04 PM IST

একের পর এক চমক নিয়ে হাজির এই বছরের রাইডার ম্যানিয়া ইভেন্ট, যার উদ্যোক্তা আইকনিক রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। গত সপ্তাহে রাইডার ম্যানিয়ার মঞ্চ থেকে ভারতের মাটি স্পর্শ করেছে সুপার মিটিয়র ৬৫০ (Super Meteor 650)। আর এখন দেশের অন্যতম জনপ্রিয় অ্যাডভেঞ্চার বাইক হিমালয়ান (Himalayan) এর ঝুলিতে যুক্ত হল তিনটি নতুন কালার স্কিম। বিগত কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল যে রয়্যাল এনফিল্ডের এই বাইকটিতে নতুন রংয়ের প্রলেপ পড়তে চলেছে। সেই গুঞ্জন সত্য প্রমাণিত হল গোয়াতে অনুষ্ঠিত রাইডার ম্যানিয়াতে।

বলা বাহুল্য এর ফলে আরও বেশি আকর্ষণীয় ও অধিক অপশনে বাজারে মিলবে রয়্যাল এনফিল্ড হিমালয়ান। নতুন তিনটে রং মিলিয়ে বর্তমানে মোট ছটি রঙে পাওয়া যাবে এটি- গ্লেসিয়ার ব্লু (নতুন), স্লিট ব্ল্যাক (নতুন), ডিয়ুন ব্রাউন (নতুন), গ্রাভেল গ্রে, পাইন গ্রীন ও গ্রানাইট ব্ল্যাক। ২০২০-তে এই বাইকটির BS-6 সংস্করণ চালু হওয়ার পর থেকেই রক রেড, লেক ব্লু এবং গ্রাভেল গ্রে এই তিনটি রঙে পাওয়া যেত এট। পরবর্তীকালে ২০২১ সালে গ্রানাইট ব্ল্যাক, মিরেজ সিলভার ও পাইপ গ্রিন এই তিনটি রং আরো অতিরিক্ত যুক্ত হয়। কিন্তু বর্তমানে এই নতুন রঙের তালিকায় বাদ পড়েছে মিরেজ সিলভার, রক রেড ও লেক ব্লু।

নতুন এই রংয়ের সংযুক্তিকরণ ছাড়া হিমালয়ানের বহিরঙ্গে কিংবা অন্দরে কোনো পরিবর্তন করা হয়নি। আগের মতই ৪১১ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ারকুল্ড ইঞ্জিনে দৌড়বে এটি। ৬,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২৪.৩ বিএইচপি শক্তি এবং ৪,৫০০ আরপিএম গতিতে সর্বাধিক ৩২ এনএম টর্ক উৎপাদন করার ক্ষমতা রয়েছে এর। সাথে রয়েছে পাঁচ গতির ট্রান্সমিশন সিস্টেম।

বর্তমানে রয়্যাল এনফিল্ড হিমালয়ান-এর বেস ভার্সনের এক্স শোরুম মূল্য ২.৫২ লাখ টাকা। সবচেয়ে দামি সংস্করণটির ক্ষেত্রে খরচ হবে ২.৬১ লাখ টাকা (এক্স শোরুম)। নতুন কালার অপশনের জন্য অতিরিক্ত খরচ হবে কিনা, তা অবশ্য জানা যায়নি। উল্লেখ্য, মাঝের দুই বছর বাদ দিয়ে প্রতি বছরের মত এ বছরেও ভারতে গত ১৮ই নভেম্বর থেকে তিন দিনব্যাপী রাইডার ম্যানিয়া আয়োজন করেছিল রয়্যাল এনফিল্ড। যা সমাপ্ত হয়েছে গতকাল।

Show Full Article
Next Story