অ্যাডভেঞ্চার রাইডের জন্য ভাল বাইক খুঁজছেন, এই দুই মডেলের মধ্যে কোনটা আপনার উপযুক্ত
রয়্যাল এনফিল্ড হিমালয়ান (Himalayan) ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় অ্যাডভেঞ্চার টুরিং বাইক। শুরুটা হয়েছিল ২০১৬ সালে। যখন...রয়্যাল এনফিল্ড হিমালয়ান (Himalayan) ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় অ্যাডভেঞ্চার টুরিং বাইক। শুরুটা হয়েছিল ২০১৬ সালে। যখন এই টুরিং সেগমেন্টের বাইকের ধারণা খুব কম মানুষের মধ্যেই ছিল। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গেই আজ জনমানুষের মধ্যে অন্যতম পছন্দের তালিকায় এক নম্বরে রয়েছে অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইকগুলি। বর্তমানে ভারতবর্ষসহ আন্তর্জাতিক বাজারে বিভিন্ন সংস্থার তৈরি বিভিন্ন দামের অ্যাডভেঞ্চার বাইক কিনতে পাওয়া যায়। যদিও এদের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির যন্ত্রাংশ সহ ফ্ল্যাগশিপ লেভেলের টুরিং বাইক রয়েছে BMW Motorrad-র হাতে। তাদের তৈরি G 310 GS মডেলটি যেন অ্যাডভেঞ্চার বাইকের সংজ্ঞাই বদলে দিয়েছে। এই প্রতিবেদনে রয়্যাল এনফিল্ড হিমালয়ান ও বিএমডব্লিউ G 310 GS অ্যাডভেঞ্চার বাইক দুটির মধ্যে তুলনামূলক আলোচনা তুলে ধরা হলো।
Royal Enfield Himalayan vs BMW G 310 GS: লুকস
ভারতবর্ষের মাটিতে প্রথম লঞ্চ হওয়ার পরবর্তী সময় থেকেই হিমালয়ানের বাহ্যিক আকারে সেরকম কোনো পরিবর্তন করা হয়নি। প্রায় প্রত্যেকের কাছেই এর আইডেন্টিকাল লুক অনেকটাই পরিচিত। এর নির্মাতা বাইকটিকে খুব পরিকল্পনা করেই এইরূপ ডিজাইন প্রদান করেছে। এছাড়াও এর ইঞ্জিন ও ট্যাংকের চারপাশে একটি গার্ড রেল লাগানো রয়েছে যাতে দুর্ঘটনাবশত বাইকটি পড়ে গেলে তা সুরক্ষিত থাকে। এই রেলের সাথে জেরি ক্যান হোল্ডার লাগানো যায়।
অন্যদিকে BMW G 310 GS যেন বৃহত্তর GS মডেলের ক্ষুদ্রতম সংস্করণ। রোড প্রেসেন্স খুব সুন্দর। উপরন্তু বাইকটিতে আকর্ষণীয় রং এর প্রলেপ বেশ সুন্দর।
Royal Enfield Himalayan vs BMW G 310 GS: ইঞ্জিন স্পেসিফিকেশন
BMW G 310 GS বাইকটিতে থাকা ইঞ্জিনটি হিমালয়ান এর তুলনায় অনেক বেশি পাওয়ারফুল। এখানে রয়েছে ৩১২ সিসির লিকুইড কুল্ড ইঞ্জিন যা থেকে সর্বোচ্চ ৩৩.৫ বিএইচপি শক্তি এবং ২৮ এনএম টর্ক উৎপন্ন হয়। সাথে রয়েছে ৬ ধাপযুক্ত গিয়ার বক্স ও স্লিপার ক্লাচ।
অপর হাতে, হিমালয়ানে চালিকাশক্তি যোগায় ৪১১ সিসির এয়ার/অয়েল কুল্ড ইঞ্জিন। সর্বোচ্চ ২৪ বিএইচপি শক্তি ও ৩২ এনএম টর্ক জেনারেট হয় এই ইঞ্জিন থেকে। এই ইঞ্জিনটি মূলত লো এবং মিড রেঞ্জে উপযুক্ত টর্ক প্রদান করার জন্যই তৈরি হয়েছে। সাথে রয়েছে ফাইভ স্পিড ট্রান্সমিশন সিস্টেম।
Royal Enfield Himalayan vs BMW G 310 GS: ফিচার্স
যদিও বৈশিষ্ট্যের দিক থেকে কোনরকম কার্পণ্য করেনি চেন্নাই কেন্দ্রিক এই আইকনিক বাইক নির্মাতা। প্রথম থেকেই কম্পাস, ট্রিপার নেভিগেশন সিস্টেম, হ্যাজার্ড লাইট, টেল রেক, ব্যাস প্লেট এবং সুইচ যুক্ত এবিএস সব কিছুই রয়েছে হিমালয়ানে। অন্যদিকে G 310 GS-র ক্ষেত্রে মিলবে অ্যাডজাস্টেবল ব্রেক ও ক্লাচ লিভার, এলইডি লাইট এবং গ্লাইড থ্রু টেকনোলজি (GTT)।
Royal Enfield Himalayan vs BMW G 310 GS: মূল্য
হিমালয়ানের এক্স শোরুম মূল্য শুরু হয়েছে ২.১৬ লাখ টাকা থেকে। তবে পেইন্ট স্কিমের উপর নির্ভর করে এর সর্বোচ্চ দাম গিয়েছে ২.২৪ লাখ টাকা পর্যন্ত। কিন্তু দামের দিক থেকে অনেক এগিয়ে বিএমডব্লিউ। এই বাইকটির এক্স শোরুম মূল্য ৩.১৫ লাখ টাকা।
কোনটা কিনবেন
যে সকল ব্যক্তি হার্ডকোর অফ-রোড স্পেশাল বাইক কিনতে ইচ্ছুক তাদের জন্য রয়্যাল এনফিল্ড হিমালয়ান উপযুক্ত কারণ এর লো-এন্ড পারফরমেন্স, সাসপেনশন সেটআপ এবং স্পোক যুক্ত চাকা। তাছাড়াও আগামী কয়েক মাসের মধ্যেই এর আরও পাওয়ারফুলত সংস্করণ হিমালয়ান ৪৫০ আনতে চলেছে রয়্যাল এনফিল্ড।