Royal Enfield Hunter 350 বাজারে সুপারহিট, Classic এর জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ করে নতুন নজির

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) ভারতে গত আগস্টে হালকা ওজন ও সাশ্রয়ী মূল্যের রোডস্টার বাইক Hunter 350 লঞ্চ করেছিল। এই...
SUMAN 19 Nov 2022 8:44 PM IST

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) ভারতে গত আগস্টে হালকা ওজন ও সাশ্রয়ী মূল্যের রোডস্টার বাইক Hunter 350 লঞ্চ করেছিল। এই তিন মাসেই মোটরসাইকেলটি ৫০,০০০ বিক্রির মাইলস্টোন পার করে ফেলেছে। এখন Royal Enfield Hunter 350-র বিক্রির মোট অঙ্কটি হল ৫০,৭৬০ ইউনিট। বিগত তিন মাসে এটি বিক্রি হয়েছে যথাক্রমে ১৮,১৯৭, ১৭,১১৮, এবং ১৫,৪৪৫ ইউনিট। জনপ্রিয়তায় ক্ল্যাসিক ৩৫০-এর সঙ্গে টক্কর চলছে বাইকটির।

আগস্টে লঞ্চের সময় Royal Enfield Hunter 350-এর এক্স-শোরুম মূল্য ১,৪৯,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। যে কারণে সংস্থার লাইনআপে সবচেয়ে সস্তার এবং প্রসিদ্ধ মডেল Bullet 350-র পর এটি হল দ্বিতীয় সাশ্রয়ী মূল্যের বাইক। Hunter 350 মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায় – রেট্রো ফ্যাক্টরি, মেট্রো ড্যাপার এবং মেট্রো রেবেল।

রেট্রো ফ্যাক্টরি ভ্যারিয়েন্টটির মূল্য ১,৪৯,৯০০ টাকা। যেখানে মেট্রো ড্যাপার এবং মেট্রো রেবেলের দাম যথাক্রমে ১,৬৩,৯০০ টাকা ও ১,৬৮,৯০০ টাকা (এক্স-শোরুম)। প্রতিটিতে রয়েছে একটি ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়।

Royal Enfield Hunter 350-এর মেট্রো ভার্সনের হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে এতে রয়েছে অয়্যার স্পোক হুইল, একটি রিয়ার ড্রাম ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস। রেট্রো মডেলের ফিচারের তালিকায় আছে টিউবলেস টায়ার যুক্ত অ্যালয় হুইল, দুই চাকায় ডিস্ক ব্রেক, একটি ডুয়েল চ্যানেল এবিএস। অন্যদিকে মেট্রো ভার্সনের ফিচারের মধ্যে ডুয়েলটোন ফিনিশ যেখানে রেট্রো ভ্যারিয়েন্টে সিঙ্গেল টোন থিম লক্ষ্য করা যায়।

Show Full Article
Next Story