Royal Enfield Hunter 350 এর প্রথম ঝলক এই ভিডিওতে, 2022-এর মাঝামাঝিতে লঞ্চ

রয়্যাল এনফিল্ডপ্রেমীদের জন্য আগামী বছর একাধিক চমক অপেক্ষা করছে। কারণ, ২০২২-এ ৩৫০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটির অন্তত আরও চারটি...
SHUVRO 10 Dec 2021 11:43 AM IST

রয়্যাল এনফিল্ডপ্রেমীদের জন্য আগামী বছর একাধিক চমক অপেক্ষা করছে। কারণ, ২০২২-এ ৩৫০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটির অন্তত আরও চারটি নতুন মোটরসাইকেল বাজারে আনার পরিকল্পনা করছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। অর্থাৎ প্রতি ত্রৈমাসিকে সংস্থার একটি নতুন মডেল লঞ্চ। তার মধ্যে সবার প্রথমে Scram 411 এবং তারপর Hunter 350 আত্মপ্রকাশ করার কথা। Scram 411 এ দেশে আগামী ফেব্রুয়ারি মাসে এবং Hunter 350 সামনের বছরের মাঝামাঝি সময়ে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

এবার একটি ইউটিউব ডিভিওতে উদ্দেশ্যপ্রণীত ভাবেই Hunter 350 এর এক ঝলক দেখাল সংস্থা। রয়্যাল এনফিল্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা সেই ভিডিওতে ১.২৩ থেকে ১.৩১ মিনিটে হান্টারের রিয়ার সেকশন স্পষ্ট ভাবে দৃশ্যমান। তাতে মোটরসাইকেলটির সিঙ্গেল সিটও দেখা যাচ্ছে। যার সঙ্গে ভারতে রোড টেস্টিংয়ের সময় স্পট করা Hunter 350
এর প্রোটোটাইপ মডেলের যথেষ্ট মিল রয়েছে।

https://youtu.be/I96q3TSl0tQ

অন্য দিকে, রিয়ার সাবফ্রেমটি Meteor 350 থেকে নেওয়া, যা গত বছর বাজারে এসেছিল। এ কথা বলার অপেক্ষা রাখে না, Hunter 350 মডেলে Meteor 350 এর ইঞ্জিন ব্যবহার করা হবে। এবং এটি রয়্যাল এনফিল্ডের প্রোডাক্ট পোর্টফোলিওতে সবচেয়ে কমদামী বাইকগুলির মধ্যে একটি হবে।

রয়্যাল এনফিল্ডের নতুন J প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হওয়ার দরুণ হান্টার ৩৫০ মোটরসাইকেলের অভ্যন্তরে ৩৪৯ সিসি ইঞ্জিন দেওয়া হবে। এর থেকে সর্বাধিক ২২ বিএইচপি শক্তি ও ২৭ এমএম টর্ক পাওয়া যাবে। এতে খুব সম্ভবত ফাইভ-স্পিড গিয়ারবক্স থাকতে চলেছে।

Show Full Article
Next Story
Share it