Royal Enfield Meteor রূপ পাল্টে ক্লাসিক জাপানি বাইকে বদলে গেল, দেখে কেমন লাগছে

ক্রুজার বাইক হিসেবে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর Meteor 350-এর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। মোটরসাইকেলটি নিজের...
SUMAN 3 Nov 2022 1:31 PM IST

ক্রুজার বাইক হিসেবে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর Meteor 350-এর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। মোটরসাইকেলটি নিজের গুণমান দিয়ে অসংখ্য ক্রেতাকে আকৃষ্ট করেছে। আপনিও যদি Royal Enfield Meteor 350-এর ফ্যান হয়ে থাকেন, তবে এর জাপানি স্টাইলের মডিফায়েড মডেলটি দেখলে তাজ্জব হতে পারেন।

রেঞ্জার কোরাট (Ranger Korat) নামক থাইল্যান্ডের একটি বাইক কাস্টমাইজেশন সংস্থা হলুদ রঙের Royal Enfield Meteor 350-কে মডিফায়েড করেছে। কালো রঙের নতুন অ্যালয় হুইল এবং ফুয়েল ট্যাঙ্কটি হলুদ রঙ করা হয়েছে। আবার সাইড প্যানেল এবং পেছনের মাডগার্ডে নতুন গ্রাফিক্স একে প্রিমিয়াম লুক দিয়েছে। এই সমস্ত কিছু ক্রুজার বাইকটির বিশেষত্ব কয়েক গুণ বাড়িয়ে তুলেছে।

Royal Enfield Meteo

তবে কাস্টমাইজড Royal Enfield Meteor 350-এর পাওয়ারট্রেনে কোনো পরিবর্তন ঘটানো হয়নি। স্ট্যান্ডার্ড মডেলের মতই এটি একটি ৩৪৯ সিসি পেট্রোল ইঞ্জিনে ছুটবে। যা থেকে সর্বোচ্চ ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে রাখা হয়েছে ৫-স্পিড গিয়ার বক্স।

ব্রেকিংয়ের জন্য Meteor 350-তে ডুয়েল চ্যানেল এবিএস সহ দু’চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে রয়্যাল এনফিল্ড তাদের Super Meteor 650 এদেশে লঞ্চের জন্য কাজ করে চলেছে। এছাড়াও সংস্থাটি বর্তমানে একাধিক ৬৫০ সিসি ও অন্যান্য সেগমেন্টের মোটরসাইকেল তৈরিতে ব্যস্ত। যেমন Interceptor 650 ও Continental GT 650 একাধিক আপডেট সহ বাজারে পা রাখবে।

Show Full Article
Next Story