রঙচঙে রূপে নজর কাড়ছে Royal Enfield এর এই বাইক, দেখলেই কিনতে মন চাইবে
গত মার্চ মাসে ভারতের বাজারে স্ক্র্যাম্বলার লুক নিয়ে Royal Enfield Scram 411 লঞ্চ হয়েছে। কিন্তু বাইকটির নতুন অবতার দেখলে...গত মার্চ মাসে ভারতের বাজারে স্ক্র্যাম্বলার লুক নিয়ে Royal Enfield Scram 411 লঞ্চ হয়েছে। কিন্তু বাইকটির নতুন অবতার দেখলে চোখ ফেরাতে মন চাইবে না। আসলে এটি স্ক্র্যাম ৪১১-এর একটি ভারী মডিফায়েড ভার্সন। যা মুম্বাইয়ের ‘বোম্বে কাস্টম ওয়ার্কস’-এর হাত ধরে বাস্তবায়িত হয়েছে। নতুন মডেলটি ‘সুপারমোটো’ বাইকের অনুরূপ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
দেখতে ছিমছাম বাইকটি ডিজাইনে চমক আনতে বডিওয়ার্কে পেইন্ট হাতে করা হয়েছে। এতে উপস্থিত কাস্টম মেড ১৭ ইঞ্চি ওয়্যার স্পোক হুইল। তবে আসল বাইকটির ইঞ্জিন এবং ফ্রেমেই ছুটবে এটি। নতুনত্ব হিসাবে পেয়েছে একটি সাব-ফ্রেম। যা বাইকটিকে নয়া রূপ দানে সহায়তা করেছে।
মডিফায়েড Scram 411-এর ফিচারের মধ্যে কাঠবাদাম আকৃতির হ্যান্ড পেইন্টেড ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। সিয়ান, পিঙ্ক এবং ইয়েলো এই তিনটি রঙে মোটরসাইকেলটি শোভা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এতে দেওয়া হয়েছে অনন্য এলইডি হেডল্যাম্প, ডার্ক বাইক স্টাইলের ফ্রন্ট প্লেট, উঁচু ফেন্ডার, একটি রিব্ড স্টাইল সিঙ্গেল পিস সিট, এবং খাঁজ যুক্ত টায়ার সমেত কাস্টম-মেড ১৭ ইঞ্চি অয়্যার স্পোক হুইল।
কাস্টমাইজড বাইকটিতে ইঞ্জিনে কোও আপগ্রেড ঘটানো হয়নি। ৪১১ সিসি সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুল্ড ইঞ্জিন থেকে ২৪ এইচপি শক্তি এবং ৩২ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সাথে সংযুক্ত ৫-স্পিড গিয়ার বক্স। চালকের সুরক্ষার জন্য ডুয়েল চ্যানেল এবিএস সমেত দুই চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। সাসপেনশনের দায়িত্ব সামলাতে সামনে ৪১ মিমি টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে একটি প্রিলোড অ্যাডজাস্টেবল মোনোশক উপস্থিত। এর সাথে সংযুক্ত সুইংআর্ম।
Scram 411 বাইকটি বোম্বে কাস্টম ওয়ার্কস রয়্যাল এনফিল্ডের থেকে অনুমতি নিয়ে মডিফাই করেছে। এটি সংস্থার ‘কাস্টম ওয়ার্ল্ড’ নামক কার্যক্রমের আওতায় নির্মাণ করা হয়েছে। তবে এই মোটরসাইকেল খোলা বাজারে বিক্রি করা হবে না। কারণ এর রাস্তায় চলার ছাড়পত্র নেই। অর্থাৎ রোড লিগ্যাল নয়।