New Bike Launches in March: রয়্যাল এনফিল্ড থেকে কেটিএম, মার্চে ভারতে লঞ্চ হবে এই তিনটি দুর্দান্ত দু'চাকা গাড়ি
জানুয়ারিতে Tork-এর দীর্ঘ প্রতীক্ষিত ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ, দু'দশকের বেশি সময় পর Yezdi-র স্বমহিমায় ফিরে আসা - সব...জানুয়ারিতে Tork-এর দীর্ঘ প্রতীক্ষিত ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ, দু'দশকের বেশি সময় পর Yezdi-র স্বমহিমায় ফিরে আসা - সব মিলিয়ে বছরের প্রথম মাস ভারতের দু'চাকা গাড়ি বাজারের দৃষ্টিভঙ্গিতে যথেষ্ট ঘটনাবহুল ছিল। কিন্তু বাইকপ্রেমীদের কাছে তার পরের মাস অর্থাৎ ফেব্রুয়ারি ছিল ততটাই শুষ্ক। তেমন নতুন কোনও মোটরসাইকেল লঞ্চ না হওয়ার ফলে গত মাস হতাশ করলেও মার্চ নিয়ে আসছে খুশির ঝিলিক। KTM, Yamaha, Royal Enfield-সহ চলতি মাসে অ্যাডভেঞ্চার, স্পোর্টস, সেগমেন্টে তিনটি নতুন বাইক ভারতের বাজারে পা রাখতে চলেছে। এই প্রতিবেদনের সেগুলির সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হল।
Royal Enfield Scram 411
রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ আগামী ১৫ মার্চ লঞ্চ হবে (আজ সন্ধ্যাবেলা ঘোষণা হয়েছে)। এটি সংস্থার জনপ্রিয় অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, হিমালয়ানের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তবে স্ক্র্যামকে পাহাড়, জঙ্গলের দুর্গম রাস্তার পাশাপাশি সমতলেও দেদার চালানোর মতো করে ডিজাইন করা হয়েছে। আবার দামও হিমালয়ানের তুলনায় কম হবে বলে আশা করা হচ্ছে।
2022 KTM 390 Adventure
নতুন রঙ এবং কয়েকটি গৌণ ফিচারের সাথে কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চারের ২০২২ সংস্করণ গত বছরের ডিসেম্বরে উন্মোচিত হয়েছিল। সম্প্রতি মুম্বইয়ের একটি শোরুমে বাইকটির দাঁড়িয়ে থাকার ছবি প্রকাশ্যে এসেছিল। এর অর্থ নতুন ৩৯০ অ্যাডভেঞ্চার ভারতে লঞ্চ হওয়া শুধু সময়ের অপেক্ষা। মোটরসাইকেলটির আগমনে অ্যাডভেঞ্চারপ্রেমী বাইকারদের গন্তব্যে দুর্গম রাস্তা আর বাধা হয়ে দাঁড়াবে না।
2022 KTM RC 390
মার্চে ২০২২ কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চারের সাথে একই দিনে নতুন কেটিএম আরসি ৩৯০ ভারতের বাজারে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হতে পারে। এটি খুব সম্প্রতি বাইকটি কেটিএম ইন্ডিয়ার ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এই ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইকের নতুন সংস্করণ কারিগরি ও ডিজাইনের দিক থেকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ২০২২ কেটিএম আরসি ৩৯০ বিশ্ববাজারে আত্মপ্রকাশ করেছিল।