Royal Enfield Scram 450: ব্র্যান্ড নিউ ইঞ্জিন দিয়ে নতুন স্ক্র্যাম্বলার বাইক আনছে রয়্যাল এনফিল্ড, দাম কত, লঞ্চ কবে, দেখুন

গত ১৫ মার্চ ভারতে হিমালয়ান অ্যাডভেঞ্চার বাইকের সস্তা ভার্সন হিসাবে Scram 411 লঞ্চ করেছিল রয়্যাল এনফিল্ড (Royal...
SUMAN 27 May 2022 10:35 AM IST

গত ১৫ মার্চ ভারতে হিমালয়ান অ্যাডভেঞ্চার বাইকের সস্তা ভার্সন হিসাবে Scram 411 লঞ্চ করেছিল রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। কম দামে গ্রাহকদের অ্যাডভেঞ্চারের স্বাদ কিছুটা পূরণ করতেই আনা হয়েছিল বাইকটি। এর কয়েকমাস পার হতেই আরও বড় ইঞ্জিনের সাথে স্ক্র্যামের আসা নিয়ে জোরদার জল্পনা শুরু হয়েছে। অনুমান করা হচ্ছে এবার ৪৫০ সিসি ইঞ্জিনের সাথে আসতে পারে বাইকটি, নাম রাখা হতে পারে Scram 450। ইতিমধ্যেই সম্প্রতি একটি স্ক্র্যাম্বলার বাইকের টেস্ট রাইডের বেশ কয়েকটি ছবি ফাঁস হয়েছে। যা বাইকটির লঞ্চের সম্ভাবনা আরও জোরদার করেছে। এই প্রতিবেদনে Royal Enfield Scram 450-এর সম্ভাব্য পাঁচটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা রইল।

Royal Enfield Scram 450 ডিজাইন ও স্টাইল

Himalayan 450-এর ফুয়েল ট্যাঙ্ক এবং বডি প্যানেল, টেল লাইট এবং টার্ন ইন্ডিকেটর দেওয়া হতে পারে RE Scram 450-এ। তবে টেস্টিংয়ের সময় স্পট করা নতুন মডেলটির সামনে ফেয়ারিং এবং উইন্ডস্ক্রিনের দেখা মেলেনি। সে কারণে হেডল্যাম্পটি ফ্রন্ট ফেসিং । স্প্লিট সিটের বদলে স্ক্র্যাম্বলারটিতে আছে সিঙ্গেল পিস সিট। মোটরসাইকেলটিতে আগাপাছতলা নিও রেট্রো ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে।

spied-Royal-Enfield-Scram
Photo Credit: Rushlane

Royal Enfield Scram 450 নতুন ফ্রেম

আসন্ন RE Himalayan 450-এর ন্যায় Scram 450 নতুন ট্রেলিস ফ্রেম পেতে পারে। এটি বর্তমান হিমালয়ান এবং ৪১১-এর হাফ ডুপ্লেক্স স্প্লিট ক্র্যাডেল ফ্রেমের তুলনায় আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এটি অফ-রোডিং অ্যাডভেঞ্চারের রাইডিংয়ের জন্য উপযুক্ত হবে।

Royal Enfield Scram 450 ফিচার্স

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪৫০ মোটরসাইকেলটিতে থাকবে প্রিমিয়াম ফিচার্স। যেমন ইউএসডি ফ্রন্ট ফর্ক, একটি প্রিলোড অ্যাডজাস্টেবল রিয়ার মোনোশক, একটি নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, এলইডি লাইটিং সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য। আবার টিউবলেস টায়ার সহ স্পোক হুইলের দেখা মিলতে পারে‌

Royal Enfield Scram 450 ইঞ্জিন

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪৫০-এ লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ৪৫০ সিসির ব্র্যান্ড নিউ ইঞ্জিন দেওয়া হতে পারে। যার আউটপুট হতে পারে ৪৫ পিএস। টর্কের পরিমাণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না৷ ট্রান্সমিশনের জন্য থাকবে ছয় গতির গিয়ারবক্স‍্য

Royal Enfield Scram 450 আনুমানিক দাম ও লঞ্চ

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪৫০ সামনের বছর ভারতের বাজারে লঞ্চ হতে পারে। ২০২৩-এর মাঝামাঝি সময়ে আত্মপ্রকাশ করবে বলে মনে করা হচ্ছে। অনুমান, এর এক্স-শোরুমের দাম ৩ লক্ষ টাকার কম রাখা হবে।

Show Full Article
Next Story